সীতাকুণ্ড ভ্রমণের সবকিছু এক ভিডিওতে।চন্দ্রনাথ পাহাড় | গুলিয়াখালী বীচ।Sitakunda tour 🇧🇩
Автор: Musfiq R Pervaj
Загружено: 2024-11-04
Просмотров: 16915
সীতাকুণ্ড ভ্রমণের সবকিছু এক ভিডিওতে।চন্দ্রনাথ পাহাড় | গুলিয়াখালী বীচ।Sitakunda tour 🇧🇩
#sitakunda #সীতাকুণ্ড #Pervajonallsides #explore
আজকে আপনাদেরকে শেয়ার করবো কিবাভে কম খরচে সীতাকুণ্ডতে আসবেন ,কোথায় থাকবেন - খাবেন তা সম্পূন্ন একটি ভ্রমণ গাইড।
প্রথমে আসি আমি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন আর আমার আজকের জার্নিটা হচ্ছে মূলত চট্টগ্রাম মেইল ট্রেন দিয়ে আর এ জন্য ১১৫ টাকা একটি টিকিট কালেক্ট করি স্টেশন থেকে । আর বলে রাখা ভালো মেইল ট্রেনের টিকিট শুধুমাত্র স্টেশনে আসে কালেক্ট করতে হয় অনলাইনে নেই ।আপনার চাইলে বাসে করেও যেতে পারেন এর জন্য নন এসি বাসের ভাড়া পড়বে ৪২০- ৪৮০ টাকা ও এসি বাসের ভাড়া পরবে ৮০০-১১০০ টাকা । আগে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রাম মেইল ট্রেনটি ১০:৩০ মি. ছাড়তো কিন্তু এখন ছাড়ে ১১:৪৫ মি. ।
চন্দ্রনাথ পাহাড়-
সীতাকুণ্ড বাজার থেকে ৪কি.মি. পূর্বে অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্যে অন্যতম জনপ্রিয় একটা রুট। চন্দ্রনাথ পাহাড় এর উচ্চতা আনুমানিক ১০২০ ফুট।
সহস্রধারা-১ ঝর্ণা -
সীতাকুণ্ড ইকোপার্কে সহস্রধারা ঝর্ণাটি অবস্থিত। বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় এই ঝর্ণায় পানি কম থাকে। ইকোপার্কের মূল গেট থেকে ইটবিছানো পথ ধরে ২.৮কিলোমিটার গেলে ঝর্ণাটির দেখা মেলে। ঝর্ণাটির খুব কাছে সুপ্তধারা ঝর্ণা নামে আরেকটি ঝর্ণা আছে ।
সুপ্তধারা ঝর্ণা-
সীতাকুণ্ড ইকোপার্কে সুপ্তধারা ঝর্ণাটি অবস্থিত ।সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারাবছর এই ঝর্ণায় পানি বেশ কম থাকে। তবে বর্ষাকালে সুপ্তধারা ঝর্ণা নিজেকে পূর্ণরূপে মিলে ধরে।
গুলিয়াখালী সমুদ্র সৈকত-
সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি সি বীচের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালি সী বিচ কে সাজাতে প্রকৃতি কোন কার্পন্য করেনি। একদিকে দিগন্তজোড়া সাগর জলরাশি আর অন্য দিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ করা যায়, এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত পরিবেশ।
If emergency, you want to coll myFacebook page -: https://www.facebook.com/share/ZaKaXm...
Your quest-:
sitakunda tour,sitakunda tour place,sitakunda tour plan,sitakundo pahar one day tour,sitakunda tour guide,sitakunda,sitakunda 1 day tour,sitakundo,sitakunda tour by train,sitakund tour low cost,low cost sitakund tour,sitakund tour,sitakunda pahar,sitakunda vlog,sitakunda tour 2024,sitakunda budget tour,sitakunda eco park,sitakunda low cost tour,sitakunda travel,sitakunda travel place,sitakunda 1 day your,sitakunda day tour সীতাকুণ্ড,সীতাকুণ্ড দর্শনীয় স্থান,সিতাকুণ্ড,সীতাকুণ্ড ভ্রমণ,সীতাকুণ্ড ভ্রমন,সীতাকুণ্ড পাহাড়,সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়,অল্প খরচে সীতাকুন্ড ভ্রমণ,সীতাকুণ্ড ঝর্ণা,সীতাকুণ্ড পাহাড়,চন্দ্রনাথ পাহাড় সিতাকুণ্ড,সীতাকুণ্ড ইকো পার্ক,সীতাকুণ্ড ভ্রমন ২০২৪,চট্টগ্রাম সীতাকুণ্ড,সীতাকুন্ড,পর্যটন স্পট সীতাকুণ্ড,সীতাকুণ্ড দর্শনীয় স্থান,ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রেন,চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড,সীতাকুণ্ড পাহাড় চট্টগ্রাম,সীতাকুণ্ড চন্দ্ৰনাথ পাহাড়
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: