কারা বঙ্গ বিজেপির বাড়া ভাতে ছাই দিচ্ছেন!
Автор: Breaking বাংলা
Загружено: 2025-11-17
Просмотров: 6812
মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে অপমান করেছেন। এর আগে অসমের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গান গাওয়ায় তাঁকে দেশদ্রোহীতার মামলা দিয়েছেন। বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, বাংলা কোনও ভাষাই নয়। একের পর বিজেপি নেতা বাঙালি এবং বাংলাকে অপমান করে যাচ্ছেন। যা নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল। তবে বিজেপি সূত্রে খবর, এই ঘটনায় শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা প্রবল অস্বস্তিতে। তাঁরা রাগে ফুঁসছেন বিজেপি নেতৃত্বের উপর। বঙ্গ বিজেপির নেতারা মনে করছেন, যেটুকু পরিস্থিতি তাঁরা অনুকূলে আনতে পারছেন, সেটা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে এইসব নেতাদের আচরণে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেন, বিজেপি বাংলা বিরোধী। তাই প্রমাণিত হচ্ছে। শুভেন্দু,শমীকরা প্রমাদ গুনছেন, আগামী চার পাঁচ মাস ভোট শেষ হওয়া পর্যন্ত আরও কত বহিরাগত নেতা বাংলা নিয়ে অপমানজনক কথা বলে তাদের বাড়া ভাতে ছাই দেবেন।
#breakingbangla #suvenduadhikari #mamatabanerjee #abhishekbanerjee #sukantamajumdar #shamikbhattacharya #sashipanja #bjp #tmc #bengalipoliticalnews #bengalinews #bengalitrendingnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: