Amar ekta pakhi chilo।। মো. কামাল হোসেন ।। আমার একটা পাখি ছিল ।। Md. Kamal Hossain
Автор: Prio Nazrul
Загружено: 2025-11-13
Просмотров: 724
আমার একটা পাখি ছিল।
আদর করতাম রোজ
সেই পাখিটা উড়ে গেছে।
পাচ্ছি নাকো খোঁজ।
আমার একটা পাখি ছিল।
আদর করতাম রোজ
সেই পাখিটা উড়ে গেছে।
পাচ্ছি নাকো খোঁজ।
কোন বনে যে উড়ে গেল!
কোন গাছে হলো ঠাঁই?
সেই চিন্তায় ক্লান্ত আমি।
দু'চোখে ঘুম নাই।
কোন বনে যে উড়ে গেল!
কোন গাছে হলো ঠাঁই?
সেই চিন্তায় ক্লান্ত আমি।
দু'চোখে ঘুম নাই।
সেথায় কিরে শান্তি অনেক
নিত্য ভালো ভোজ।
আমার একটা পাখি ছিল।
আদর করতাম রোজ
সেই পাখিটা উড়ে গেছে।
পাচ্ছি নাকো খোঁজ।
যেথায় থাকিস ভালো থাকিস।
ওরে প্রিয় পাখি,
তোর জন্য অনেক দোয়া।
যদিও দিলি ফাঁকি।
যেথায় থাকিস ভালো থাকিস।
ওরে প্রিয় পাখি,
তোর জন্য অনেক দোয়া।
যদিও দিলি ফাঁকি।
আমার কথা মনে হলে
ভুলে কোনো দিন—
মনে মনে পাঠিয়ে দিস।
ভালোবাসা ঋণ।
আমার কথা মনে হলে
ভুলে কোনো দিন—
মনে মনে পাঠিয়ে দিস।
ভালোবাসা ঋণ।
তোর ভালোবাসা হবে আমার।
ঈদেরই নওরোজ।
আমার একটা পাখি ছিল।
আদর করতাম রোজ
সেই পাখিটা উড়ে গেছে।
পাচ্ছি নাকো খোঁজ।
সেই পাখিটা উড়ে গেছে।
পাচ্ছি নাকো খোঁজ।
সেই পাখিটা উড়ে গেছে।
পাচ্ছি নাকো খোঁজ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: