মানুষের সৃষ্টির হাজার বছর আগের পৃথিবী কেমন ছিল? ‘হিন’ ও ‘বিন’ জাতির লোমহর্ষক ইতিহাস 😱
Автор: Bangla kotha O kahini
Загружено: 2025-12-18
Просмотров: 327
আপনারা কি জানেন, হযরত আদম (আ.) এবং মানবজাতি পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে এই পৃথিবী কেমন ছিল? কারা রাজত্ব করত এই মাটিতে?
আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই আদিম যুগে। যখন আকাশ ছিল রক্তিম, আর মাটিতে ছিল আগুনের তৈরি জ্বিনদের রাজত্ব। আমরা জানব রহস্যময় জাতি ‘হিন’ ও ‘বিন’ সম্পর্কে, যারা জ্বিনদের আগেও পৃথিবীতে বসবাস করত বলে ঐতিহাসিকরা ধারণা করেন।
আজাজিল (যে পরে ইবলিশ শয়তানে পরিণত হয়) কীভাবে সাধারণ জ্বিন থেকে ফেরেশতাদের উস্তাদ বা 'তাউস-ুল-মালাকুত' হয়ে উঠল? এবং কেনই বা পৃথিবীতে এক মহাজাগতিক যুদ্ধ সংঘটিত হয়েছিল?
ইতিহাস এবং ইসলামিক বর্ণনার আলোকে সাজানো এই রোমাঞ্চকর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
👇 এই ভিডিওতে যা যা থাকছে:
🔹 ‘হিন’ ও ‘বিন’ কারা? তারা দেখতে কেমন ছিল?
🔹 জ্বিন জাতির পিতা ‘সুমাইয়া’ বা ‘জান’ সৃষ্টির ইতিহাস।
🔹 জ্বিনদের ভয়াবহ যুদ্ধ এবং পারমাণবিক শক্তির চেয়েও বিধ্বংসী ক্ষমতা।
🔹 আজাজিলের উত্থান: যেভাবে তিনি দুনিয়ার বাদশা ও ফেরেশতাদের শিক্ষক হলেন।
🔹 পৃথিবী থেকে জ্বিনদের বিতাড়িত করার লোমহর্ষক কাহিনী।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: এই ভিডিওর কিছু তথ্য ঐতিহাসিক গ্রন্থ, তাফসীর ও ইসরাঈলি রেওয়ায়েত থেকে সংগৃহীত। ‘হিন’ ও ‘বিন’ সম্পর্কে কুরআন বা সহিহ হাদিসে সরাসরি স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, এগুলো ঐতিহাসিকদের অভিমত মাত্র।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বন্ধুদের সাথে শেয়ার করে এই অজানা ইতিহাস জানার সুযোগ করে দিন। এমন আরও রহস্যময় ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি SUBSCRIBE করে বেল আইকনটি 🔔 বাজিয়ে দিন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। আমিন।
#IslamicHistory #JinnStory #CreationOfWorld #Azazil #Iblis #Mystery #BanglaWaz #IslamicVideo #HistoryOfEarth #মানুষ_সৃষ্টির_ইতিহাস #জ্বিন_জাতি #আজাজিল
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: