রিভিউ ভিডিও, সিলেট দক্ষিণ সুরমা থেকে জীন ট্রান্সফার নিয়ে কাজের ভিডিও পাঠালো! ট্রান্সফার নিতে পারবেন
Автор: জিন ও যাদুর কোরআনি চিকিৎসক
Загружено: 2025-10-21
Просмотров: 186
❇️💢 অসুস্থতা ও মে/রে ফে'লা'র জাদু
জ্বীন-জাদুর কারণে শুধু বিয়ে বন্ধ থাকা বা বিবাহ বিচ্ছেদ ঘটে তা নয়। বরং জ্বীন, জাদু ও বদনজরের কারণে শারীরিক ও মানসিক যেকোনো সাধারণ ও জটিল রোগব্যাধি হতে পারে। এমনকি জ্বীন, জাদু ও বদনজরের কারণে মৃত্যুও হতে পারে।
জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। (মুসনাদে তয়াদুসী ৩/৩১৭)
জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ বদ নজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। (মুসনাদে শিহাব ৯৯০)
অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে, যার ফলে তাকে কবরে দাফন করা হয়। আর উটকে যখন বদ নজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌছে যায় তখন সেটা যবাই করে পাতিলে পাকানো হয়।
অসুস্থতা ও মে/রে ফেলার জাদু আক্রান্ত হওয়ার এসব লক্ষণ মিলে গেলে দ্রুত সেলফ রুকইয়াহ শুরু করুন। তবে প্রথমে আসলেই এই জাদু বা সাথে আরো কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা করা উচিত, যোগাযোগ:01874318889imowhat's/telegram...পরামর্শের জন্য আমাদের পেইজ follow দেন!হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: