#হরিনাম_সংকীর্ত্তন
Автор: Joyashree Chakraborty
Загружено: 2025-09-19
Просмотров: 220
“মাতৃগাথা”
অনন্তশ্রীঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথদেব
ওরে দুর্গানামপ্রিয় ভক্ত, তোর মুখে দুর্গানাম শুনবো বলে আমি সর্ব্বদা তোর সঙ্গে সঙ্গে বেড়াই। শোনা রে আনন্দের দুলাল। আমাকে দুর্গানাম শোনা। উঠতে বসতে খেতে শুতে সর্ব্বদা দুর্গা দুর্গা কর। সাড়া পাবি। দুর্গানামকারী ভক্তরে! তুই ডাকলে আমার সাড়া পাবি। আমি তোকে সর্ব্বদা অভয় দান করবো। দুর্গা দুর্গা বল্! দুর্গা জপ করলে তুই বুঝতে পারবি, তুই আমার থেকে দূরে নস্, আমি তোকে বুকে করে সর্ব্বদা রক্ষা করছি। — এ তুই বুঝতে পারবি, প্রত্যক্ষ করতে পারবি। তোর হৃদয়-কমল ফুটে উঠবে, তোর হৃদয়বীনা আপনা আপনি ঝঙ্কৃত হতে থাকবে।
কত রাগ রাগিণী সে বীনার সুরে খেলা করবে, আমি তোর হৃদয়ে অনুক্ষণ নৃত্য করবো!
আলোকে পুলকে আনন্দে অভয়ে ভরে যাবি। আর কোন কিছু করতে হবে না — মাত্র মুখে দুর্গা দুর্গা নাম উচ্চারণ কর্।
দুর্গা দুর্গা দুর্গা নাম জপে যেই জন।
পরম আনন্দে থাকে সেই অনুক্ষণ।।
রোগ শোক দুঃখ জ্বালা থাকে না তাহার।
ভূমাসুখে সেইজন করয়ে বিহার।
দুর্গাময় হয় তার এ বিশ্বসংসার।।
চিরতরে ঘুচে যায় আসা বারবার।।
বল্ বল্-
দুর্গা দুর্গা দুর্গা! দুর্গা দুর্গা দুর্গা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: