আদালতের সমন নোটিশ পেলেই ভয় নয়! সমন জারী হলে কী করবেন।Summon Notice। Law tips bd।আসামী ও সাক্ষীর সমন!
Автор: LAW TIPS BD
Загружено: 2024-08-09
Просмотров: 16877
মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.
বন্ধুরা আজ আলোচনা করব আদালতের সমন বা নোটিশ বিষয়ে। সমন কী, কেন, কখন, কাকে, কিভাবে দেয়া হয়। সমন প্রাপ্তির পর করণীয় কি। এর জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, সমনের হাত থেকে রেহাই পাওয়ার উপায়ই বা কী-এসব বিষয়ে আইনী আলোচনা নিয়ে কথা বলতে আমি-। আপনার নামে কেউ যদি মামলা করে, বা আপনি যদি কোন মামলার সাক্ষী হন তাহলে কোর্ট থেকে আপনার নামে একটি পত্র আসতে পারে, সেই পত্রটির নামই সমন। সমন আসামীর প্রতিও হতে পারে আবার সাক্ষীর প্রতিও হতে পারে। ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারা অনুযায়ী লিখিত ফরমে দেওয়া সমনের উপর লেখা থাকে সাক্ষীর প্রতি সমন অথবা আসামীর প্রতি সমন। সাধারণত সাক্ষীর প্রতি সমন স্থানীয় থানা পুলিশের মাধ্যমে জারি করা হয়। আসামীর প্রতি সমন সরাসরি আদালত থেকে প্রসেস সার্ভারের মাধ্যমে জারি করা হয়। যাকে সমন দেওয়া হয় তাকে এক কপি দেওয়া হয়। অন্য কপিতে যার উপর সমন জারি হলো তার স্বাক্ষর নেওয়া হয়।
ফৌজদারী কার্যবিধির ৭০ ধারায় বলা হয়েছে, যার ওপর সমন জারি করা হয় তাকে পাওয়া না গেলে তার পরিবারের বয়স্ক কোনো পুরুষের কাছে সমন বুঝিয়ে দিয়ে আসতে হবে। যদি উপরের বণর্না মোতাবেক সমন জারি না করা যায় তাহলে তার বাড়ির প্রকাশ্য স্থানে বা বসবাসের প্রকাশ্য স্থানে দুই বা তিনজন ব্যক্তির উপস্থিতিতে সাক্ষীস্বরূপ লটকিয়ে সমন জারি করতে হবে। আর সমন যার ওপর জারি করা হবে সেই ব্যক্তি যদি সরকারি কমর্চারী হয় তাহলে তার অফিস প্রধানের কাছে সমনের দুই কপি প্রেরণ করতে হবে। যার ওপর সমন জারি করা হবে তাকে এক কপি দিয়ে দ্বিতীয় কপিতে প্রাপ্তি স্বীকার নিয়ে অফিস প্রধান সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন । যার ওপর সমন জারি হবে সেই ব্যক্তি যদি ওই আদালতের এখতিয়ারের মধ্যে না থাকেন তাহলে যেই আদালতের সীমারেখায় ওই ব্যক্তি রয়েছেন সেই আদালতের কাছে প্রেরণ করে সমন জারির ব্যবস্থা করা হয়। আবার সিভিল মামলা বা জমি জমার মামলায় ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ৩১ ধারা অনুসারে দেওয়ানি মামলার সাক্ষীদের প্রতি সমন জারি করা হয়।
সাক্ষ্য প্রদান কিংবা কোনো দলিল-প্রমাণ আদালতের সামনে উত্থাপনের জন্য আদালত যে কাউকে তলব করতে পারে। আদালতের সমন পাওয়ার পর ওই ব্যক্তিকে অবশ্যই আদালতে হাজির হতে হয়। কোনো সাক্ষী যদি দেওয়ানী আদালতের এই নির্দেশ অমান্য করে, সেক্ষেত্রে আদালতের সামনে তার উপস্থিতি নিশ্চিত করার জন্য আদালত প্রয়োাজনবোধে সাক্ষীর প্রতি গ্রেপ্তারের পরোয়ানা জারি করতে পারে। শুধু তাই নয়, আদালত এমনকি তার সম্পত্তি ক্রোক এবং বিক্রি, অনধিক ৫০০ টাকা জরিমানা, জামানত দাখিল কিংবা দেওয়ানি কারাগারে অন্তরীণ রেখেও সাক্ষী হিসেবে আদালতে উপস্থিতি নিশ্চিত করতে পারে। আমাদের ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা অনুযায়ী, পুলিশ যখন কোনো মামলার তদন্ত করতে গিয়ে কিংবা কোন আসামীর কাছ থেকে কোন মামলামাল জব্দ করতে গিয়ে স্থানীয়দের মধ্য থেকে দুই বা তার বেশিসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাক্ষী হিসেবে তলব করতে পারবে। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুসারে, কোনো অপরাধ সংঘটনের পর পুলিশ যখন তার তদন্তে নামে,
তখন অপরাধ কাজের সঙ্গে পরিচিত যে কোনো ব্যক্তিকে পুলিশ তলব করতে পারে। তবে আদালতের সামনে উপস্থিত হওয়া থেকে কোনো সাক্ষী বিরত থাকতে চাইলে সে ক্ষেত্রে পুলিশ তাকে আদালতের সামনে জোরপূর্বক হাজির করতে পারবেন। সাক্ষীকে সরকারি কৌঁসুলি বা পিপি অফিসে হাজির হতে হয়। সেখানে কমর্রত কমর্কতার্ বা কমর্চারীরা সাক্ষীকে সংশ্লিষ্ট পিপির মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে হাজির করে সাক্ষ্য দেয়ার ব্যবস্থা করে দেন। সমন পাওয়ার পর কেউ আদালতে হাজির না হলে তিনি দ-বিধির ১৭৪ ধারা অনুযায়ী দ-যোগ্য অপরাধী সাব্যস্ত হবেন। এ ক্ষেত্রে সমন অমান্য করা ব্যক্তির ছয় মাসের কারাদ- বা এক হাজার টাকা অথর্দ- বা উভয়দ- হতে পারে। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সাক্ষীরা যাতে আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন সে জন্য রয়েছে সাক্ষী ভাতা। ফৌজদারি মামলায় দুধরনের সাক্ষী থাকেন- পুলিশ সাক্ষী ও বেসরকারি সাধারণ সাক্ষী। সম্মানীত ভিউয়ারস কেউ যদি আদালত কর্তৃক সমন প্রাপ্তি হন, তাহলে কী করতে হবে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও’র স্কিনে
#law_tips_bd
#আইন
#criminal_case
#seraj_pramanik
#niact
#সমন
#summon
#summons
#divorce
#news
সমন জারি
সমন জারি কি
সমন কি
আদালতের সমন
সমন জারির পদ্ধতি
সমন জারি কী
সমন জারির পদ্ধতি কি
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিকল্প সমন জারি
সমন
আদালত থেকে সমন জারি করা হলে কি করনীয়
আসামীর প্রতি সমন
আদালতের সমন হলে কি করবেন?
আদালতের সমন পেলে কি করবেন
দেওয়ানী আদালতের সমন জারি
কখন সমন জারি করা
কে সমন জারি করেন
আদালতের সমন জারির কর্মকর্তা
দেওয়ানী আদালতের সমন জারি পদ্ধতি
কার উপর সমন জারি করা যায়
সমন কে জারি করতে পারে
• সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভাবে দ...
• মিথ্যা মামলাকারী স্ত্রীর বিরুদ্ধে মামলা ও ...
• চেক দিয়ে ফেসে গেলে কী করবেন।। চেকের মিথ্যা...
• জমি অবৈধ দখলের দিন শেষ! নতুন আইনে জেল জরিম...
• সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভাবে দ...
• Видео
• Видео
• জমি অবৈধ দখলের দিন শেষ! নতুন আইনে জেল জরিম...
• সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভাবে দ...
• মিথ্যা মামলাকারী স্ত্রীর বিরুদ্ধে মামলা ও ...
facebook: / seraj.pramanik.5
Facebook page: / lawcommentbd
tps:// • ক্রিমিনাল কেসে যে সাক্ষীর দাম নেই। চান্স উ...
• স্বামীর ২য় বিয়ের সহজ উপায়।স্ত্রীর ২য় বিয়ের...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: