সূরা আনফাল ৪৬-৪৮ শাইখুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী খতিব হযরত পাগল পীর রহ মাজার জামে মসজিদ বাগেরহাট।
Автор: SIDDIQI TV
Загружено: 2025-09-19
Просмотров: 10
শাইখুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও হাদিস বিশেষজ্ঞ। তিনি মূলত হাদিসের উপর গবেষণা ও শিক্ষা প্রদান করেন। তাঁর কাজের মধ্যে হাদিসের সংকলন, বিশ্লেষণ, ও তাফসীরমূলক ব্যাখ্যা উল্লেখযোগ্য। এছাড়াও, তিনি বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে বক্তৃতা দেন এবং মুসলিম সমাজে ইসলামের মূল শিক্ষাগুলোর প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি শাইখুল আরাবি ওয়াল আজম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর একান্ত স্নেহধন্য ছাত্র ও তার সুযোগ্য খলিফা। শাইখুল ইয়েমেন কাজী আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল আমরানী ২০১৪ সালে ইয়েমেন সফরে হযরতের খেদমতে হাজির হলে হযরত সিহাহে সিত্তাহ এর রেওয়ায়েত সহ ইলমে জাহের ও ইলমে বাতেনের ইজাজত প্রদান করেন। ২০১৩ সালে হজের সফরে হযরত আল্লামা ড. মুশতাক আহমদ দাঃ বাঃ মদীনা মুনাওয়ারায় মসজিদে নববীত তাকে খেলাফত প্রদান করে ধন্য করেন।
তিনি বাগেরহাটের রণবিজয়পুর এলাকায় একটি অন্যতম আন্তর্জাতিক মানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দিকীয়া ও বিসমিল্লাহ মাদ্রাসায় মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে হযরত পাগল পীর রহ, মাজার জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যেক সোমবার বাদ মাগরিব ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে দরসে বুখারী পরিচালনা করেন।
তিনি বাগেরহাটের ধর্মীয় নেতা। বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক ইসলামী সংগঠন খেলাফত মজলিসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস কর্তৃক মনোনীত বাগেরহাট সদর, চিতলমারী ও মেল্লাহাট সংসদীয় আসন বাগেরহাট-১ এ সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় ভাবে মনোনীত হয়েছেন। আল্লাহ তা'আলা খেলাফত মজলিসের মাধ্যমে হযরতের পথ চলাকে কবুল করুন ও সফল করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: