👉 আয় ছেলেরা আয় মেয়েরা | বাংলা শিশুদের ছড়া গান | Kids Bengali Nursery Rhyme | Mamar Bari Song
Автор: БУМ БУМ МУЗЫКА
Загружено: 2025-07-30
Просмотров: 3741
#আয়_ছেলেরা_আয়_মেয়েরা #বাংলা_শিশুতোষ_গান #BengaliNurseryRhymes
বাংলা শিশুদের প্রিয় ছড়া গান –
"আয় ছেলেরা, আয় মেয়েরা"
এই মজার ও প্রাণবন্ত ছড়াটিতে রয়েছে মামার বাড়ির আনন্দ, আম কুড়ানো আর গ্রামের শিশুসুলভ সরলতা।
এই ভিডিওটি একদম ছোটদের উপযোগী, কার্টুন স্টাইলে উপস্থাপন করা হয়েছে—শিক্ষণীয় ও আনন্দময়।
👶 উপভোগ করো তোমার ছেলেমেয়েদের সঙ্গে
🏡 মামার বাড়ির স্মৃতি ফিরে আসবে
🔔 সাবস্ক্রাইব করতে ভুলো না – নতুন শিশুতোষ গান, কার্টুন ও ছড়া পেতে!
---
📌 গানটি উপযোগী:
Nursery Rhymes | Pre-School Kids | Bengali Rhymes | Moral & Fun Songs
🎵 শিরোনাম: মামার বাড়ি যাই 🎵
(ছন্দময় শিশুতোষ গান)
(কোয়ারাস)
আয় ছেলেরা, আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
(১ম স্তবক)
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
একটা আম পড়লো ঝোপে
অন্যটা গিয়ে ধুপ!
(কোয়ারাস পুনরাবৃত্তি)
আয় ছেলেরা, আয় মেয়েরা,
খেলতে যেতে চাও?
মামার বাড়ি মাঠে মাঠে
আমরা দৌড়ে যাই!
(২য় স্তবক)
মামা বলেন "খাবি রে?"
মামি বলেন "না!",
খেয়ে যখন ঢেকুর ওঠে
তখন বলেন "হা!" 😄
(শেষ কোরাস)
ফুলের মালা, আমের রস
হাসি-খুশির থই,
মামার বাড়ি স্বপ্ন-পাড়া
চলো সবার জই!
#KidsSongBangla
#MamarBariSong
#OriginalBanglaRhyme
#BanglaCartoonSong
⚠️ এই গানটি একটি মৌলিক সৃষ্টি। এর কথা, সুর, এবং উপস্থাপন সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব মেধাস্বত্ব দ্বারা সংরক্ষিত।
❌ অনুমতি ছাড়া এই ভিডিও, গান বা যেকোনো অংশ পুনরায় আপলোড, কপি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
© All rights reserved by the original creator. This is an original Bengali rhyme song. Unauthorized reproduction, reupload, or commercial use of any part of this video is strictly prohibited.
🛡️ Protect Creative Work | Respect Copyright | Report Infringement
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: