কুরআনে প্রযুক্তি (পর্বঃ১৩) বিশ্ময়কর সূরা হাদিদে লুকায়িত কঠিন বিজ্ঞান। Sura Hadid & Science.
Автор: Beautiful Islam
Загружено: 2020-04-19
Просмотров: 174499
Contanct us with email { for business and sponsorship}
[email protected]
WhatsApp
01400-220990
Facebook page
/ beautiful-islam-105421604248226 Join with me on Facebook...🙂
Facebook page link:👇
https://m.facebook.com/SR-Nirjon-F-Pa... ৩. হাদীদ শব্দটি আরবীতে তে অক্ষর প্রয়োজন হা, দাল, ইয়া, দাল; এই অক্ষর গুলোর সংখ্যামান হিসেব করলে দাঁড়ায় ৮+৪+১০+৪=২৬; বিজ্ঞান বলছে লোহার আনবিক সংখ্যা ২৬ অর্তাৎ লোহর পরমানুর কেন্দ্রে ২৬টি প্রোটন ও বহিস্তরে ২৬ টি ইলেক্ট্রন রয়েছে;
৪. সূরা হাদীদের সূরা সংখ্যা ৫৭; বিজ্ঞান বলছে লোহার স্থায়ী আইসোটপের একটির পারমানবিক ওজন ৫৭; এই পরমানুটিতে ৩১ টি ইলেক্ট্রন রয়েছে; ৫৭-২৬=৩১;
৫. সূরা হাদীদের ২৫ নং আয়াতে মহান স্রষ্টা লোহার গুণাগুন বর্ণনা করেছেন; এই সূরায় মোট আয়াত রয়েছে ২৯ টি ;
২৯-২৫= ৪ ; লোহার মোট এনার্জী লেভেল চারটি; ২৫ নং আয়াতে লোহার পরিচয় তারপর আরও চারটি আয়াত দিয়ে সূরা সমাপ্ত;
তার ১ম এনার্জী স্তরে ইলেক্ট্রন সংখ্যা ২ টি;
২য় — ————– ৮ টি
৩য় ,, ,, ,, ,, ১৪ টি
৪র্থ ” “ ” “ ২টি
৬. সূরা হাদীদে হামজা সহ মোট অক্ষর সংখ্যা ২৫০৫টি আর মোট শব্দ সংখ্যা ৫৭৪টি;
সুতরাং ২৫০৫-৫৭৪= ১৯৩১;
সূধীপাঠক কি বিষ্ময়কর বিয়োগফল; দুই জোড় অঙ্ক- ১৯ ও ৩১; ১৯ পবিত্র কোরআনের অলৌকিকতার কোড; ৩১ হল ৫৭ পারমানবিক ওজনের আইসোটপের নিউট্রন সংখ্যা;
৭. লোহার গড় পারমানবিক ওজন ৫৫.৮৪৭ (সূত্র-: environmentalchemistry.com/yogi/periodic/Fe.html) এই সংখ্যার সামনে সূরা হাদীদের মোট শব্দ সংখ্যা বসালে যে সংখ্যাটি পাওয়া যায় তা ১৯ দিয়ে বিভাজ্য;
৫৫৮৪৭ ৫৭৪ = ১৯ x ২৯৩৯৩৪৬
৮. বিজ্ঞানের হিসেব অনুযায়ী লোহার গলনাঙ্ক ১৮০৮ কেলভিন, ১৫৩৫ সেলসিয়াস, ২৭৯৫ ফারেনহাইট; এই তিনটি সংখ্যা ক্রমানুসারে বসিয়ে তার বামে সূরা হাদীদের শব্দ সংখ্যা বসালে যে বিশাল সংখ্যাটি পাওয়া যাবে তা ১৯ দিয়ে বিভাজ্য;
৫৭৪ ১৮০৫ ১৫৩৫ ২৭৯৫= ১৯ x ৩০২২০০৪২৯১৩৩০৫
(সূত্র-https://environmentalchemistry.com/yo...
৯. লোহার বাস্পীকরণ তাপমাত্র ৩০২৩ কেলভিন, ২৭৫০ সেলসিয়াস, ৩৯৮২ ফারেনহাইট, সংখ্যাগুলি পাশাপাশি বসিয়ে যোগ করিলে সংখ্যাটি হয় ৩০২৩+২৭৫০+৪৯৮২= ১০৭৫৫
আবার, অনুরূপভাবে গলনাঙ্কগুলোকে যোগ করলে ১৮০৮+১৫৩৫+২৭৯৫= ৬১৩৮
আমরা আগেই জেনেছি হামজা সহ সূরা হাদিদে অক্ষর সংখ্যা মোট ২৫০৫ টি; উপরের যোগফল দুইটির মাঝে এই অক্ষর সংখ্যা বসালে যে সংখ্যাটি পাওয়া যায় তা ১৯ দিয়ে বিভাজ্য;
১০৭৫৫ ২৫০৫ ৬১৩৮= ১৯ x ৫৬৬০৬৫৮১৯০২
এখানে আরও একটি বিষ্ময়কর সমন্বয় দেখুন, উপরের যোগফল দুইটি বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ১৯ দিয়ে বিভাজ্য;
১০৭৫৫-৬১৩৮= ৬১৩৮= ১৯ x ২৪৩
১০. বাস্পীকরণ তাপমাত্রা ও গলনাঙ্কের মাঝখানে অক্ষর সংখ্যা বসালে যে সংখ্যাটি পাওয়া যায়, তা ১৯ দিয়ে বিবাজ্য
৩০২৩ ২৫০৫ ১৮০৮= ১৯ x ১৫৯১১৮৪৪৮৩২
১১. সূরা হাদীদের শব্দ অক্ষর সংখ্যা পর পর বসিয়ে লোহার বাস্ফীকরণ তাপমাত্র ও গলনাঙ্ক পরপর বসালে যে সংখ্যাটি পাওয়া যায় তা ১৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য;
৫৭৪ ২৫০৫ ২৭৫০ ১৫৩৫= ১৯ x ৩০২২৩৭১১৯৭৩৭৬৫
১২. আমরা জানি লোহার চারটি স্থায়ী আইসোটপ রয়েছে তাদের পারমানবিক ওজন হল, ৫৪, ৫৬, ৫৭ ও ৫৮;
এই সংখ্যাগুলি ক্রমানুসারে বসালে যে সংখ্যাটি পাওয়া যায় তা ১৯ দিয়ে বিভাজ্য;
৫৪ ৫৬ ৫৭ ৫৮= ১৯ x ২৮৭১৮৮২
১৩. পারমানবিক ওজন ৫৭ আেইসোটপটির ৫৭ পারমাননবিক ওজন : 56.9354
এই সংখ্যাটির দশমিক উঠিয়ে যে সংখ্যা পাওয়া যায় তা ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য
৫৬৯৩৫৪=১৯ x ২৯৯৬৬
প্রাপ্ত ভাগফলে ২ ৯৯ ৬৬; একটি অঙ্ক ও দুইটি অঙ্ক যুগল রয়েছে, ৯৯ টি মহান আল্লঅহর নাম, আর ৬৬ হল আল্লাহ শব্দের সংখ্যামান;
১৪. বিজ্ঞানের হিসেব অনুযায়ী লোহার শক্তি স্তর চারটি
১ ম শক্তিস্তর ইলেক্ট্রন সংখ্যা ২
২ য় ” “ “ ৮
৩ য় “ “ “ ১৪
৪ র্থ “ “ “ ২
——————————– ——-
১০ ২৬
এই দু’টি সংখ্যা পাশাপাশি বসালে যে সংখ্যা হয় তা ১৯ দিয়ে বিবাজ্য
১০২৬= ১৯ x ৫৪
১৫. লোহার বাস্পীকরণ তাপ ২৭৫০ সেলসিয়াস আবার গলনাঙ্ক ১৫৩৫ সেলসিয়াস, এই দু’টি সংখ্যাকে বিয়োগ করলে দাঁড়ায়
২৭৫০-১৫৩৫= ১২১৫;
এই বিয়োগ ফলটির সাথে লোহার শক্তিস্তরে উপস্থিত ইলেক্ট্রন সংখ্যাগুলি পরপর বসিয়ে যে সংখ্যা তৈরী হয় তা ১৯ দিয়ে বিভাজ্য;
১২১৫ ২ ৮ ১৪ ২= ১৯ x ৬৩৯৬২১৮
১৬. বাস্পীকরণ তাপমাত্রা গুলির পূর্বে ও গলনাঙ্কগুলির পরে লোহার পারমানবিক সংখ্যা বসিয়ে যে সংখ্যা পাওয়া যায় তারা ১৯ দিয়ে বিভাজ্য
২৬ ৩০২৩ ২৭৫০ ৪৯৮২= ১৯ x ১৩৮৪৩৩৩০২৬৫৭৮
১৮০৮ ১৫৩৫ ২৭৯৫ ২৬= ১৯ x ৯৫১৬৫৯৭৫১৫৫৪
১৭. লোহার পারমানবিক সংখ্যার সাথে পিরিয়ডিক টেবিলে তার অবস্থান সংখ্যা অর্থাৎ গ্রুপ ও পর্যায় সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ১৯ দিয়ে বিভাজ্য;
২৬+৮+৪ = ৩৮ = ১৯ x২
১৮. লোহার বাস্পীকরণ তাপ হল ৩৪৯.৬ কিলোজুল/ মোল, দশমিক উঠিয়ে সংখ্যাটিকে ১৯ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য
৩৪৯৬=১৯ x১৮৪
১৯. আয়েনাজেশন বিভব
১ম আয়োনাজেশন ৭.৮৭
২ য় ” ১৬.১৮
৩ য় ” ৩০.৬৫১
সংখ্যাগুলিকে যোগ করলে দাঁড়ায়
৭.৮৭+১৬.১৮+৩০.৬৫১=৫৪.৭০১
৫৪৭০১=১৯x২৮৭৯
সূধী পাঠক, উপরের এই উপাত্ত ও তাদের সমন্বয় দেখে কি মনে হয় যে এই সমন্বয় নবী মোহাম্মদ (সাঃ) কর্তৃক রচিত? এই উপাত্তগুলি আজকের বিজ্ঞান কর্তৃক আবিস্কৃত। লোহার ব্যবহার বহু প্রাচীন হলেও তার ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট গুলো আবিস্কৃত হয়েছে হালে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ পরীক্ষা নীরিক্ষা মাধ্যামে ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: