সোরিয়াসিস। সোরিয়াসিসের হোমিওপ্যাথি চিকিৎসা। Psoriasis Treatment
Автор: Dr Rafikul islam /doctors clinic
Загружено: 2022-07-12
Просмотров: 2025
সোরিয়াসিস। সোরিয়াসিসের হোমিওপ্যাথি চিকিৎসা। Psoriasis Treatment
#psoriasis #drrafikulislam #সোরিয়াসিসচিকিৎসা
Online consultation -
Whatsapp + Mobile no - +91 9732027370
ঔষধ কুরিয়ারে পাঠানো হয়।
In this video i told you about - Psoriasis skin disease & homeopathy success.
আজ সোরিয়াসিস সম্বন্ধ্যে কিছু আলোচনা করব, এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায়, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সোরিয়াসিস আসলে ত্বকের এক বিশেষ ধরনের ক্রনিক সমস্যা। আমাদের ত্বকের দু’টি প্রধান স্তর থাকে— বাইরের অংশটিকে বলা হয় এপিডার্মিস, এবং ভিতরের ত্বককেবলা হয় ডার্মিস। এপিডার্মিসের উপরের দিকে থাকে মৃত কোষ বা কেরাটিন। নির্দিষ্ট সময় অন্তর এই মৃত কোষ ঝরে গিয়ে নীচে থাকা সজীব কোষগুলি উপরে উঠে আসে। আবার তা এক সময়ে
খসে পড়ে। এই প্রক্রিয়া চলতেই থাকে। কোনও অবস্থায় যদি এই প্রক্রিয়ায় গোলমাল ঘটে, তা হলেই সোরিয়াসিস দেখা দেয়।
‘সাধারণত ২৮ দিন অন্তর ত্বকের এই বদলে যাওয়ার প্রক্রিয়াটি অর্থাৎ ‘এপিডার্মিস টার্নওভার’ চলতে থাকে। কিন্তু কখনও কখনও তা কমে আসে। এমনকি ৩-৪ দিনের মাথাতেও এপিডার্মিস টার্নওভার হয়। এই অবস্থাই সোরিয়াসিস।’’
সোরিয়াসিসের গোড়ার দিকে লালচে গুটির মতো প্যাচ দেখা যায়। ধীরে ধীরে ত্বকের এই অংশগুলি পুরু হয়ে ওঠে। কখনও আবার তা অত্যন্ত শুষ্ক হয়ে ফেটে যেতে থাকে, ছাল ওঠে, চুলকানি হয় বা জ্বালা করতে থাকে। সোরিয়াসিস মূলত বুক, পিঠ, কনুই, পায়ে দেখা যায়। তবে, মাথাতেও সোরিয়াসিস হয়।‘মাথায় অনেক সময়ে অত্যধিক খুশকি দেখা দিলে, সেটাও এই রোগেরই ফল হতে পারে। এতে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার, নেল সোরিয়াসিস নখে গর্ত তৈরি করে, নখের রং বদলে যায়। চিকিৎসা না করালে নখ উঠে আসতে পারে।’’ যদি ত্বকের অনেকটা জায়গা লাল হয়ে ফুলে যায় এবং তার সঙ্গে ব্যথা বা অস্বস্তির ভাব থাকে, তা হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যত দ্রুত এই ক্ষেত্রে চিকিৎসা শুরু হবে, ততই এ রোগ নিয়ন্ত্রণে থাকবে।
ঠিকমতো চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে বা নিয়মিত ওষুধ না খেলে পরবর্তী কালে সোরিয়াটিক আর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে। এতেও সাধারণ আর্থ্রাইটিসের মতোই গাঁটে ব্যথা হয় এবং জয়েন্টগুলো ফুলে যায়। তবে এমনও দেখা গিয়েছে, শরীরে সোরিয়াসিসের অন্য লক্ষণগুলি অনুপস্থিত। অথচ, হাত এবং পায়ের আঙুল আক্রান্ত হয়েছে এই রোগে। সাধারণত সোরিয়াসিসের রোগীদের ক্ষেত্রে ১০-৩০ শতাংশের মধ্যে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে পাকাপাকি ভাবে জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
আজ এধরণের একটি জটিল কেস আপনাদের সঙ্গে শেয়ার করছি।
২৮ বছরের যুবক, বিগত ৪/৫ বছর থেকে গোটা শরীরে মারাত্মক ধরনের সোরিয়াসিস পীড়ায় আক্রান্ত। অসহ্য চুলকানির জন্য সারারাত্রি ঘুমাতে পারত না। ভোরের সময় ঘুম আসত। রাত যেন কালরাত্রি।
প্রথমে স্থানীয় এক চর্মরোগ বিশেষজ্ঞ এর কাছে কিছুদিন চিকিৎসা করার পর কোনো কাজ না হলে, কোলকাতার এক নামী স্বাস্থ্য কেন্দ্রে দেখায়। সেখানেও দীর্ঘদিন চিকিৎসা করার পর কোনো রেজাল্ট পাওয়া যায় না। তারপর আর এক জায়গায় চিকিৎসা করা হয়। সেখানেও একই অবস্থা। তারপর ভেলোরের চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় চিকিৎসার উদ্যেশ্যে। তখন উনি সব দেখেশুনে বলেন এ রোগের কোনো চিকিৎসা নেই, আপনি স্থানীয় ভাবে যেখানে চিকিৎসা করছেন সেখানেই করুন( সাময়িক উপশম এর ব্যাবস্থা)। এই কথা শুনে রোগী এবং তার পরিবারের সদস্যরা খুবই হতাশ হয়ে পড়েন। তারপর কোনোএক ভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আমার ক্লিনিকে আসেন।
আমি প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় নিয়ে রোগীর কেস টেকিং করে চিকিৎসা করি, এবং ওষুধ দিই।
কিছুদিন চিকিৎসার পর রোগী এসে বলে, সে উন্নতি লক্ষ্য করছে। তারপর আরও কিছুদিন পর দেখি প্রায় ৯৫% সুস্থ।
যাই হোক হোমিওপ্যাথির প্রসারের উদ্যেশ্যে এরকম একটি সফল কেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
এবার আসি ওষুধের ব্যাপারে।
হোমিওপ্যাথিতে রোগের নয় রোগীর চিকিৎসা করা হয়। তাই এ রোগীর ক্ষেত্রে যে ওষুধ দেওয়া হয়েছে, অন্য রোগীর এই একই রোগে এই মেডিসিন না'ও লাগতে পারে।
তবু্ও আপনাদের বলে রাখি কেস টেকিং করে এই রোগীর জন্য আমি Acid fluor নির্বাচন করেছিলাম।
হোমিওপ্যাথিষ্ট---
ডাঃ রফিকুল ইসলাম
ক্লিনিক --
১. বর্দ্ধমান
২. গলসী
হোয়াটসঅ্যাপ, মোবা নং-
09732027370
facebook link
https://www.facebook.com/profile.php?...
Arthritis:/বাত ব্যাথা • Плейлист
E.N.T: • Плейлист
Cold Allergy:/সর্দির ধাত • Плейлист
Acidity:/ পেট জ্বালা/আলসার • Плейлист
Piles/Rectum:/অর্শ/মলদ্বার • Плейлист
Skin:/সোরিয়াসিস /একজিমা • Плейлист
Head:/migraine /মাথাঘোরা • Плейлист
I.B.S:/chronic amibiasis/diarrhoea • Плейлист
Sexual:/night fall/E.D • Плейлист
Lumber spondylitis:/কোমড়ে যন্ত্রণা • Плейлист
Disclaimer -
this video is education purpose only
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: