বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর বেষ্টিত সড়ক। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক। Vromon Express
Автор: Vromon Express
Загружено: 2020-07-04
Просмотров: 58586
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ভ্রমণের বিস্তারিতঃ
• ইটনা- মিঠামইন- অষ্টগ্রাম ভ্রমণের বিস্তারিত...
শুকনো মৌসুমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক এর ভিডিওঃ • কিশোরগঞ্জ টু অষ্টগ্রাম বাই রোড ভায়া মিঠামই...
কিশোরগঞ্জ জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষাশেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্যে নির্মিত সাবমার্সেবল রাস্তা গুলো তখন ভেসে উঠে।
একসময় হাওরের মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিলো, ‘বর্ষাকালে নাউ আর শুকনায় পাও’। মানে বর্ষাকালে যোগাযোগের মাধ্যম ছিলো নৌকা আর শুকনো সময়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হেঁটে যাওয়াই ভরসা। কিন্তু এখন দিন বদলে গেছে। উপজেলা গুলোর মধ্যে যোগাযোগের জন্যে অল ওয়েদার রোড ও সাবমার্সেবল রোড তৈরি হয়েছে। শুকনো কালে আর পায়ে হেঁটে যেতে হয়না।
বর্ষায় হাওর ভ্রমণ খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। চারপাশের সমুদ্র সমান জলরাশির মেলা দেখতে দুর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এই হাওর অঞ্চলে।
ঢাকা থেকে যাওয়ার উপায়ঃ
প্লান ১ঃ ঢাকা থেকে সকাল ৬ঃ৪০ এ কিশোরগঞ্জ গামী এগারো সিন্ধু ট্রেনে কুলিয়ারচর নেমে কুলিয়ারচর লঞ্চঘাট থেকে নৌকা বা স্পিড বোটে বাংগালপাড়া বা অষ্টগ্রাম। এছাড়া কেউ বাসে আসতে চাইলে সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ ৩২ বা গোলাপবাগ থেকে যাতায়াত বাসে এসে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড নেমে রিক্সায় কুলিয়ারচর লঞ্চঘাট।
প্লান ২ঃ ঢাকা থেকে এগারো সিন্ধুর ট্রেনে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশান থেকে অটো বা সিএনজি দিয়ে বালিখোলা নৌকা ঘাট, তারপর ট্রলারে মিঠামইন।
বিঃ দ্রঃ কেউ মোটরসাইকেলে আসতে চাইলে মোটরসাইকেল নিয়ে সরাসরি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে বালিখোলা নৌকা ঘাট। বালিখোলা নৌকা ঘাট থেকে রিজার্ভ ট্রলারে বা প্রতি মোটরসাইকেল ৫০ টাকা ভাড়ায় ট্রলার দিয়ে মিঠামইন আসতে পারবেন।
বর্ষায় প্রাইভেট কার দিয়ে সরাসরি এখানে আসার সুযোগ নেয়। কেউ প্রাইভেট কার দিয়ে আসতে চাইলে বালিখোলা বা চামড়া ঘাট পর্যন্ত এসে প্রাইভেট কার রেখে ট্রলার দিয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আসতে পারবেন।
ঢাকা থেকে একদিনেই ঘুরে যাওয়া সম্ভব। তবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং খুব সকালে রওনা দিতে হবে।
আর কি দেখার আছে?
অষ্টগ্রামের ৪০০ বছরের পুরনো পাঁচ গম্বুজ বিশিষ্ট কুতুবশাহ মসজিদ। মিঠামইনের কামালপুরে আছে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের গ্রামের বাড়ি।
কোথায় খাবেনঃ
অষ্টগ্রাম বা মিঠামইন বাজারে মোটামুটি মানের খাবার হোটেল আছে। হাওরের তাজা মাছ দিয়ে খুব অল্প টাকায় পেট ভরে খেতে পারবেন।
কোথায় থাকবেনঃ
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম তিন উপজেলা সদরেই থাকার মত মোটামুটি মানের আবাসিক হোটেল আছে। গ্রুপ নিয়ে আসলে ইচ্ছে করলে হাওরের মাঝে ট্রলারেও রাত্রি যাপন করতে পারবেন।
Facebook id: / mahbur.rahman.963
Travel group link: https://www.facebook.com/groups/52662...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: