নবীর প্রেমে সেরা গজল || Kaba Madina || একবার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা
Автор: Sanaullah Usmani officials12
Загружено: 2025-09-09
Просмотров: 3770
Song :KABA MADINA
Singer :SANAULLAH &AHMADUllAH HADI &SAIFUL ISLAM
Lyric : FAYSAL AHMED SADI
Tune: FAYSAL AHMED SADI
sound design: MAHDI HASAN
video director : FORHAD HOSSAIN
Gfx: FORHAD HOSSAIN
এক বার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা
এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না।।
দিলের মাঝে এই বাসনা
আর কিছু চাই না।।
জিবনে একবার যেতে চাই সোনার মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা ওও।।
তুমি আছো সুয়ে নাবী দুর আরবের মাদিনায়।
তোমায় দেখার আশায় এমন বারে বারে ছুটে যাই ।।
তোমার লাগে কান্দে পরান।।।
মন যে মানে না
জিবনে একবার যেতে চাই সোনার মাদিনা। ঐ
কত আশা ছিলো মনে যাবো মক্কা মাদিনা
কবুল করো ওগো প্রভু আমার মনের বাসনা
তোমার কাছে এই মিনতি।।।
ওহে রাব্বনা
জিবনে একবার যেতে চাই সোনার মাদিনা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: