মজাদার এক টুকরো চিকেন, এক কাপ ময়দা দিয়ে evening snacks তৈরির রেসিপি
Автор: Sabina Cooking
Загружено: 2025-11-22
Просмотров: 19
১) এক টুকরো চিকেন ছোট ছোট করে কাটতে হবে
২) পরিমাণমতো রান্নার তেল দিয়ে চিকেনটা প্যানে দিতে হবে
৩) এক চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবন দিতে হবে
৪) এক চামচ সয়া সস দিতে হবে
৫) হাফ চামচ ধনে গুঁড়ো ,কটার চামচ গরম মসলা
৬) হাফ চামচ আদা রসুনের পেস্ট
৭) তিনটা কাঁচা মরিচ কুচি ৪টা পিয়াজ কুচি
৮) একমুট ধনে পাতা কুচি
তারপরে দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির ভেতর গুলে নিতে হবে।চিকেনের ভিতর দিতে হবে একটু নাড়াচাড়া করে নামাতে হবে। চুলাতে প্যানে পানি দিয়ে,পানিটা বলক উঠে আসলেপরিমাণ মতো এক কাপ ময়দা দিয়ে কিম্বা কম বেশি লাগতে পারে চুলার উপর ডোটা তৈরি করতে হবে।
১) একটি ডিম, দুই চামচ কনফ্লাওয়ার ,দুই চামচ ময়দার আটা পাতলা একটা বেটার গুলে নিতে হবে। নাস্তা শেপ দিয়ে বেটার ভেতর সুপে নিয়ে ব্রেড গ্রাম দিয়ে কোট করে তেলের ভিতর দিতে হবে একটু ডিপ করে ভাজতে হবে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: