নবীগঞ্জের আঞ্চলিক ভাষায় নাটক কিস্তির জ্বালায় কমলা পাগল।পার্ট২ kistir jalay komola pagol.
Автор: মজা মাইরা মোরাল - Moja Maira Moral
Загружено: 2025-09-08
Просмотров: 658
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে মজা মাইরা মোরাল টিমের অষ্টম নাটক কিস্তির জ্বালায় কমলা পাগল। মোঃ আল-আমিন খাঁন তার অনেকদিনের দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ নাটকটি পরিচালনা করেছেন। নাটকটি তৈরি করেছেন এবং প্রযোজনা করেছেন নোবেল আহমদ মাসুম। পুরু নাটকটি আমরা একদিনের মধ্যেই শ্যুটিং করেছি। কিন্তু সময়ের অভাবে ইডিট শেষ করতে পারিনি বলে দুইটি পার্টের মাধ্যমে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
আশা করি, আপনারা নাটকটি দেখবেন এবং সুন্দর কমেন্ট করে যাবেন আমাদের প্রতি। আমরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একটা করে নাটক ইউটিউবে আপলোড করে থাকি। যদিও আজ আমরা একটু দেরিতে তিনদিন পর আপলোড করছি। প্রতিনিয়ত আমাদের চেষ্টা থাকে নতুন কিছু আপনাদেরকে দেওয়া এবং উন্নতি করা। আমাদের এই নাটকটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা আপনাদের কমেন্ট পড়ে চেষ্টা করবো এই ভুলগুলো শুধরে নিয়ে পরের নাটকে আরো ভালো কিছু উপস্থাপন করার। উপভোগ করুন এই সপ্তাহের নাটক এবং অপেক্ষা করুন আগামী বৃহস্পতিবারের জন্য।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোঃ আল-আমিন খাঁন। অভিনয় শিল্পী হিসেবে ছিলেন, সেজলিম ভাই, বিশ্বজিৎ দেব, সুমন দেব, সুয়েব আহমেদ, সুভাস দেব এবং পরিচালক নিজেও অভিনয় করেছেন।
আমাদের পরিবেশনায় আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিনগুলোতে।
ভালো থাকুন সবাই। অপেক্ষা করুন আগামী বৃহস্পতিবারের জন্য।
Stay well, stay safe. Enjoy watching.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: