TAJPUR TOUR GUAID । SANKARPUR BEACH । MANDARMANI । DIGHA
Автор: Travel with Kalyan
Загружено: 2026-01-07
Просмотров: 1414
TAJPUR TOUR GUAID । SANKARPUR BEACH । MANDARMANI । DIGHA #digha #mandarmani
channel link 🔗 / @kalyanbiswas9830
তাজপুর ও শঙ্করপুর বিচ – কলকাতার কাছে লুকিয়ে থাকা স্বর্গ! 🌴
নীল আকাশ, অফুরন্ত সমুদ্র, আর শান্ত বাতাস—এই তিনের মিলনেই তৈরি Tajpur ও Shankarpur Beach। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত এই দুই সমুদ্র সৈকত আজও ভিড়ের কোলাহল থেকে অনেকটা দূরে। যারা শান্ত পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান, তাদের জন্য এটি একদম পারফেক্ট ডেস্টিনেশন।
🐚 তাজপুর বিচ পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্য, লাল কাঁকড়া, ঝাউ বন আর সূর্যাস্তের অপরূপ দৃশ্যের জন্য। সকালবেলা সমুদ্রের ধারে হাঁটা, ঢেউয়ের শব্দ শুনে হারিয়ে যাওয়া—সব মিলিয়ে এক আলাদা অনুভূতি।
⚓ শঙ্করপুর বিচ আবার একটু অন্যরকম। এখানে রয়েছে ফিশিং হারবার, রঙিন নৌকা, জেলেদের জীবনযাত্রা আর একদম র’ সমুদ্রের রূপ। এখানে দাঁড়িয়ে সমুদ্রকে দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজেই গল্প বলছে।
🌅 সূর্যোদয় থেকে সূর্যাস্ত—দুই বিচেই ক্যামেরা বন্দী করার মতো অসংখ্য মুহূর্ত অপেক্ষা করে থাকে। দম্পতি, পরিবার কিংবা একা ভ্রমণ—সবাই নিজের মতো করে ভালোবাসতে পারে এই জায়গাকে।
যদি আপনি শান্ত, পরিষ্কার ও প্রাকৃতিক সমুদ্র সৈকতের খোঁজে থাকেন, তাহলে Tajpur ও Shankarpur Beach আপনার পরবর্তী ট্রাভেল লিস্টে অবশ্যই রাখুন! ❤️
📍 Plan your next trip now & feel the peace of the sea!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: