হৃদয়ে_রেখেছি_তোমাকে ||Heart touched Bangla story
Автор: গল্পের সমাহার
Загружено: 2025-11-22
Просмотров: 2982
ঝুমুরকে দেখতে আসবে তার জন্য সকাল থেকেই আয়োজন চলছে। নীলাদ্রি আজকে হসপিটাল যায় নি। বকুল অধরা সৌরভ বাড়িতে মানুষ আসবে খুশিতে স্কুল কলেজ যায় নি। সমুদ্র আর নীলাদ্রি সোফায় বসে গল্প করছে। তখনই একে একে বাড়ির সবাই এসে সোফায় বসতে লাগলো। নীলাদ্রি আর সমুদ্র উঠে গেলো। নীলাদ্রি উঠে রান্নাঘরের দিকে গেলো সেখানে বকুল অধরা ঝুমুর বসে আছে। সৌড়ভ তার রুমে বসে মোবাইলে গেইম খেলছে। ঝুমুরকে দেখতে আসবে জুম্বার নামাজ পড়ে। নীলাদ্রি গিয়ে সব খাবার মুখে তুলছে। সেই কখন থেকে বকুল আর অধরা খাবারের স্বাদ টেস্ট করার জন্য কত অনুরোধ এটা ওটা বলছিলো। কিন্তু রাহেলা আর কোহিনূর হাতও লাগাতে দেয় নি। সেটা দেখেই নীলাদ্রি রান্নাঘরে গেছে।
গল্প #হৃদয়ে_রেখেছি_তোমাকে
লেখায় #RT_Rakib_Talukder
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: