বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয় | How to Pay Electricity Bill by Bkash 2025
Автор: Didar iT
Загружено: 2025-05-16
Просмотров: 422
আপনি কি জানেন বিকাশ পার্সোনাল একাউন্ট ব্যবহার করে কীভাবে ঘরে বসেই খুব সহজে পোস্ট পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়?
এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কীভাবে আপনি মোবাইল থেকেই আপনার পোস্ট পেইড বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন, তাও খুব সহজে ও নির্ভরযোগ্যভাবে।
ভিডিওতে যা থাকছে:
বিকাশ অ্যাপ ওপেন করে বিল পেমেন্ট অপশন খোঁজা
পোস্ট পেইড নির্বাচন করা
গ্রাহক নম্বর দিয়ে বিল যাচাই
পেমেন্ট কনফার্মেশন প্রক্রিয়া
পেমেন্ট সফল হলে কীভাবে রসিদ পাবেন
এই ভিডিওটি কাদের জন্য:
যারা ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে চান
যারা নতুনভাবে বিকাশ অ্যাপে বিল পেমেন্ট করতে চান
সময় বাঁচিয়ে সহজ পদ্ধতিতে বিল দিতে চান
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন, যেন তারাও উপকৃত হয়।
#বিকাশ
#বিদ্যুৎ
#বিল
#payment
#bikash
#nesco
#currentbill
#electricity
#technology
#computer
#banglatutorial
#computertutorial
#techvideo
🙋♂️আমাকে পাবেনঃ
📌দোকানের লোকেশনঃ নওগাঁ সদর, কাচারি রোড, কেডির স্কুলের দক্ষিন পাশে, জেলা জজ সাহেবের বাসার গেটের সামনেই আমার ছোট্ট একটা দোকান আছে। দোকানের নাম "দিদার আইটি"। সহজে চেনার জন্য গুগল ম্যাপে didar it লিখে সার্স দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 01712407862 হোয়াটসঅ্যাপ খোলা আছে। চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন।
🌏 সবচেয়ে ভালো হয় সরাসরি দোকানে এসে সাক্ষাতে কথা বলা এবং পণ্য দেখে যাচাই-বাছাই করে পছন্দ হলে তবেই ক্রয় করা। তারপরও যারা দুরবর্তী এলাকা থেকে আমাদের পণ্য কিনতে আগ্রহী তাদের সুবিধার্থে ভিডিও কলে পন্য দেখানো যাবে এবং কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পন্য পাঠানোর ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জ অগ্রীম প্রদান করতে হবে।
📢 "দিদার আইটি" একটি প্রতিষ্ঠিত, সুপরিচিত এবং সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের নিকট থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। পণ্য ক্রয়- বিক্রয়ের পরই আপনার সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে না বরং সেদিন থেকেই আপনার সাথে আমাদের সম্পর্ক/পথচলা শুরু। আপনি যতদিন আমাদের পণ্য ব্যবহার করবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাকে বিনামূল্যে অনলাইন কিংবা অফলাইন সার্ভিস/সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ।
📣 আমরা অধিক মূনাফা, মিথ্যা, ছল চাতুরী, চিটারী, বাটপারি মুক্ত সৎ এবং হালাল ব্যবসায় বিশ্বাস করি। অল্প দামে মানসম্মত প্রযুক্তি পন্য/সেবা নিয়ে সার্বক্ষণিক আমরা আছি আপনার পাশে। সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের সাধ্য/সামর্থ্যের মধ্যে প্রযুক্তি পণ্য/সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।
🛠️ আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ক্রয়-বিক্রয়-এক্সচেঞ্জ এবং সার্ভিসিং করি। আপনি চাইলে আপনার ব্যবহৃত/নষ্ট ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার ইত্যাদি আমাদের নিকট বিক্রি করতে পারেন অথবা অত্যন্ত সাশ্রয়ী মুল্যে সার্ভিসিং করিয়ে নিতে পারেন।
👉 বিঃ দ্রঃ আমরা ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, অশ্লীল, অনৈতিক, অসামাজিক কাজের জন্য সার্ভিস/পণ্য বিক্রি করি না। এইসকল কাজে ব্যবহার না করার শর্তে আমাদের পণ্য/সার্ভিস গ্রহন করুন।
👉Facebook id: / 18s8g6imp3
👉Facebook Page: / 16vpm5ex3p
👉ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ এবং সার্ভিসিং বিষয়ক যেকোনো সাহায্যের জন্যঃ / 1bgrc3njag
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: