রাজশাহী সিটি হাটে ভাইরাল লিটন বেপারির খামার উপযোগী গরু | Farm Ready Cow BD
Автор: Pura Bangla
Загружено: 2026-01-11
Просмотров: 6233
#LitonBepari #FarmReadyCow #RajshahiCityHaat
আজ ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার)
রাজশাহী সিটি হাটে দেখা হলো ভাইরাল লিটন বেপারির খামার উপযোগী গরু।
লিটন ভাই এনেছিলেন মোট ১১টি শাহিয়াল গরু,
এর মধ্যে ৬টি ইতিমধ্যে বিক্রি,
বাকি ৫টি গরুর দাম খামারিদের জন্য ফ্রেন্ডলি রেটে চেয়েছেন
এবং লোকাল ক্রেতাদের জন্য ছাড়ও দিয়েছেন।
🐄 প্রতিটি গরুর গড় লাইভ ওয়েট প্রায় ১০–১১ মণ
👀 ভিডিওতে দেখানো হয়েছে—
পা, ক্ষুর, নাভি, কম্বল, চেহারা ও গরুর সম্পূর্ণ গঠন
যা খামারিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজ হাটে ভিড় থাকলেও
চট্টগ্রাম থেকে খামারিরা এসে একাধিক গরু নিয়ে গেছেন,
এবং লিটন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লিটন ভাই রাজশাহী সিটি হাটের
পুরনো ও বিশ্বস্ত বেপারি,
যিনি প্রতি সপ্তাহে প্রান্তিক খামারিদের কাছ থেকে
সেরা মানের গরু সংগ্রহ করেন।
বর্তমানে তার সাথে যুক্ত আছে প্রায় ৭০–৮০টি ফিক্সড খামার।
তিনি ১৯৯৭ সালে গ্রাজুয়েশন শেষ করে
আজ পর্যন্ত এই পেশায় আছেন—
উদ্দেশ্য একটাই, খামারিদের লাভবান করা।
এই গরুগুলো কোরবানির টার্গেট করে
এখন কিনে সঠিক খাদ্য ও পরিচর্যায় বড় করলে
ঈদের সময় ভালো মুনাফা করা সম্ভব
কারণ আর মাত্র ৪–৫ মাস বাকি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: