কোন মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
Автор: SANGEET SHONDHA সঙ্গীত সন্ধ্যা
Загружено: 2025-09-13
Просмотров: 319
কোন মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
জানি গো, সেও জানেই জানে।
আমি কাঁদি তাইতে যে তার ডাগর চোখে অশ্রু আনে,
বুঝেছি তা প্রাণের টানে॥ বাইরে বাঁধি মনকে যত
ততই বাড়ে মর্ম-ক্ষেত,
মোর সে ক্ষত ব্যথার মতো
বাজে গিয়ে তারও প্রাণে,
কে ক'য়ে যায় হিয়ার কানে॥
উদাস বায়ু ধানের ক্ষেতে ঘনায় যখন সাঁঝের মায়া,
দুই জনারই নয়ন-পাতায় অমনি নামে কাজল-ছায়া॥
দুইটি হিয়াই কেমন কেমন—
বদ্ধ ভ্রমর পদ্মে যেমন,
হায়, অসহায় মূকের বেদন
বাজলো শুধু সাঁঝের গানে
পুবের বায়ুর হুতাশ তানে॥
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: