আল্লাহর ওলিগণের শিক্ষা|জিকির-নামাজ|আল্লাহ্র সাথে সরাসরি সংযোগের পথ|সৈয়দ নহির উদ্দীন আহমদ|Wkdsharif
Автор: QUTUB UDDIN
Загружено: 2025-12-29
Просмотров: 11755
আল্লাহর ওলিগণের শিক্ষা - জিকির ও নামাজঃ আল্লাহ্র সাথে সরাসরি সংযোগের পথ॥
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
সৈয়দ খাওয়াজা নহির উদ্দীন আহমদ (নূহ) কুতুবী, কালিমী |নাজিরপুরী।Wkdsharif|Qtv|Nazirpuri
পীর সাহেব কেবলা,
বিশ্ব আশেক মঞ্জিল, অহিদীয়া কালিমীয়া দরবার শরীফ।
স্থানঃ নাজিরপুর, পোস্টঃ রাজাবাড়ী হাট, উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী।
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
আল্লাহর ওলিগণ মানবজাতির কাছে শুধু বাণী পৌঁছে দিতে আসেননি। তাঁরা এসেছেন জিকির ও নামাজের গুরুত্ব মানুষের হৃদয়ের গভীরে প্রতিষ্ঠা করতে।
জিকির ও নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের পথ। এই সংযোগের জন্য আল্লাহ্ তা’আলা মানুষের ভেতরেই সৃষ্টি করেছেন ১৪টি রূহানী দরজা। অনেক ওলি আল্লাহ এগুলোকে রূপক অর্থে “আল্লাহকে ফোন করার নাম্বার” বলে ব্যাখ্যা করেছেন।
ক্বলব, রূহ, সির, খফি, আখফা—এগুলো কোনো কল্পনার বিষয় নয়। এগুলো মানুষের অন্তরের সূক্ষ্ম স্তর। জিকির ও নামাজের মাধ্যমে যখন এই স্তরগুলো জাগ্রত হয়, তখন ইবাদত আর শুধু দেহের আনুষ্ঠানিকতা থাকে না; তা রূহের গভীর আর্তি হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়।
এই কারণেই ওলিগণ জিকির ও নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। কারণ এই দুই ইবাদতের মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়।
জিকির ও নামাজ যত গভীর হবে, আল্লাহর সাথে সম্পর্ক তত সত্য ও জীবন্ত হবে।
তাই জিকির ও নামাজ শিখি শুধু আদায় করার জন্য নয়, আল্লাহর সাথে চিরস্থায়ীভাবে যুক্ত থাকার জন্য।
📌 Follow me - Qutub Uddin - কুতুব উদ্দীন
#জিকির #নামাজ #আল্লাহর_নৈকট্য #রূহানিয়াত #ইবাদত #ওলিগণের_শিক্ষা #ক্বলব_রূহ #আল্লাহর_পথ #আত্মশুদ্ধি #দ্বীনের_আলো #wkd_sharif #wkdsharif #teambuilding #Nazirpuri_Peer_Kebla #trendingreels #reelsviral #school #film #boxing #bisho_ashiq_manjil_wahidiahkalimiahdarbarshorif #হক_সত্য #গোমরাহ_সমাজ #আলেম_ও_নেতা #জান্নাতের_পথ #অন্ধ_অনুসরণ_না #হক_খোঁজো #সত্যের_পক্ষে #ইমান_পরীক্ষা #দুনিয়া_ও_আখিরাত #নিজেকে_জিজ্ঞেস_করো
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: