Subho Bijoya / শুভ বিজয়া / সিঁদুর খেলা /প্রতিমা হবে বিসর্জন / Bagbazar ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন
Автор: Pratimar Pochondo
Загружено: 2025-10-03
Просмотров: 754
Subho Bijoya / শুভ বিজয়া / সিঁদুর খেলা /প্রতিমা হবে বিসর্জন / Bagbazar ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন
সিঁদুর খেলা (Sindoor Khela)
দশমীর সকালে মায়ের পূজা শেষ হলে বিবাহিতা নারীরা একে অপরের সঙ্গে সিঁদুর খেলা করেন।
প্রথমে তাঁরা দেবী দুর্গার কপাল, ঠোঁট ও পায়ের আঙুলে সিঁদুর অর্পণ করেন, যেন দেবী সর্বদা শুভশক্তির প্রতীক হয়ে থাকেন।
তারপর একে অপরের কপাল, গালে সিঁদুর পরিয়ে দেন। এই রঙিন উৎসবের মধ্যেই ফুটে ওঠে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও নারীর শুভকামনা।
ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মণ্ডপ ভরে ওঠে আনন্দে।
প্রতিমা বিসর্জন (Immersion of Idol)
দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেবীর প্রতিমা নদী বা পুকুরে নিয়ে যাওয়া হয়।
পথে শোভাযাত্রায় বাজে ঢাক, কাঁসর-ঘণ্টা, ধুনুচি নাচ ও জয়ধ্বনি — “বলো দুর্গা মাইকি জয়!”
ভক্তরা নাচতে নাচতে, গাইতে গাইতে দেবীকে বিদায় জানান।
প্রতিমা জলে ভাসানোর আগে মায়ের মুখের দিকে শেষবারের মতো তাকিয়ে সবাই হাতজোড় করে প্রার্থনা করে বলেন,
“আসছো বছর আবার এসো মা।”
প্রতিমা জলে নিমজ্জিত হলে এক অদ্ভুত মিশ্র অনুভূতি— আনন্দ ও বেদনার— ছড়িয়ে পড়ে।
#দুর্গাপূজা
#দুর্গাপূজা2025
#durgapuja
#durgapuja2025
#বিসর্জন
#SubhoBijoya
#pujovibes
#BengaliBiggestfestival
#maadurga
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: