জ্যোতি এবং অন্ধকার | ঈশ্বরের মণ্ডলী
Автор: World Mission Society Church of God / Global
Загружено: 2025-04-05
Просмотров: 1710
তাদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে যারা খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরকে গ্রহণ করেছে, যাঁরা জ্যোতিরূপে এসেছেন?
ঠিক যেভাবে আমাদের অদৃশ্য সময়কে দেখার জন্য ঘড়ির উদ্ভাবন করা হয়েছিল, সেভাবে আমরা বাইবেলের দ্বারা অদৃশ্য আত্মিক জগতে হওয়া স্বর্গে বা নরকে যাওয়ার বিচার দেখতে পারি।
যেহেতু যীশু, যিনি জ্যোতিরূপে এসেছিলেন, তিনি মল্কীষেদকের রীতি অনুসারে এসেছিলেন, তাই তাঁর অনুগামীরা, ঈশ্বরের মণ্ডলীর সদস্যরাও নতুন নিয়মের নিস্তারপর্ব পালন করে এবং তাঁর শিক্ষা পালন করে।
জ্যোতির সন্তান কারা যারা উদ্ধার পাবে, এবং কারা অন্ধকারের সন্তান যারা বিচারিত হবে?
দুহাজার বছর আগে, লোকেরা দুটি দলে বিভক্ত ছিল–যারা যীশুকে বিশ্বাস করেছিল, যিনি শরীর ধারণ করে তাদের উদ্ধারকর্তা রূপে এসেছিলেন, ও যারা করেনি এবং পবিত্র আত্মার যুগে, এমন লোকেরা আছে যারা খ্রীষ্ট আনসাংহোং ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করে, যাঁরা আত্মা ও কন্যা রূপে এসেছেন, এবং সেই লোকেরা আছে যারা করেনি।
বাইবেল বলে যে এই বিশ্বাসের উপর ভিত্তি করে ঈশ্বরের বিচার ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে।
যোহন ৩:১৯-২১
আর সেই বিচার এই যে, জগতে জ্যোতি আসিয়াছে,
এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভাল বাসিল,
কেননা তাহাদের কর্ম্ম সকল মন্দ ছিল।
কারণ যে কেহ কদাচরণ করে, সে জ্যোতি ঘৃণা করে,
এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে
তাহার কর্ম্ম সকলের দোষ ব্যক্ত হয়।
কিন্তু যে সত্য সাধন করে, সে জ্যোতির নিকটে আইসে,
যেন তাহার কর্ম্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া সপ্রকাশ হয়।
১ যোহন ১:৫
আমরা যে বার্ত্তা তাঁহার কাছে শুনিয়া তোমাদিগকে
জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি,
এবং তাঁহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই।
[এই ভিডিওটি বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীর দ্বারা কপিরাইট করা। বিনা অনুমতিতে এর প্রতিলিপি করা এবং বিতরণ করা নিষিদ্ধ।]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗https://indiawmscog.org
〖WATV Media Cast〗https://watvmedia.org/bn
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: