কিশোরগঞ্জের বাজিতপুরের পাটুলি ঘাট || Patuli Ghat Bajitpur ||সাতরং।। SATRONG।।
Автор: SATRONG
Загружено: 2024-04-16
Просмотров: 461
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাটির আয়তন ১৯৩.৭৬ বর্গ কি.মি.যা উত্তরে কটিয়াদি,নিকলী এবং অষ্টগ্রাম উপজেলা, দক্ষিনে কুলিয়ারচর এবং সরাইল উপজেলা; পূর্বে অষ্টগ্রাম এবং নাসিরনগর উপজেলা আর পশ্চিমে কটিয়াদি উপজেলা দ্বারা বেষ্টিত। অস্টগ্রাম মিঠামইন উপজেলায় এন্ট্রি করার দুটো রাস্তা আছে যার একটি বালিখোলা ফেরিঘাট আরেকটা হচ্ছে বাজিতপুরের পাটুলি ট্রলারঘাট। এই ঘাটে ট্রলার দিয়ে পারাপার করা হয় বাইকসহ সবকিছু। বাইক নিয়ে পারাপার খুবি রিস্কি নতুনদের জন্য কিন্ত লোকালরা অভ্যস্থ।শুষ্ক মৌসুমে প্রাইভেট কার হায়েস এগুলা নিয়ে যেতে হলে বালিখোলা ফেরি দিয়ে যেতে হবে। একমাত্র বাইকাররা পাটুলি দিয়ে আপডাউন করতে পারবেন ট্রলারে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: