জাহাজের লোহার সিঁড়ির বর্তমান বাজার মূল্য, সিঁড়ির দাম ও বিস্তারিত জানতে ভিডিও-টা সম্পুর্ন দেখুন।
Автор: Sitakund ship breaking-সীতাকুণ্ড শীপ ব্রেকিং
Загружено: 2024-10-04
Просмотров: 20393
পুরাতন জাহাজের সিঁড়ির বাজার
চট্টগ্রাম সীতাকুণ্ডের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটায় সারি সারি সাজানো রং-বেরঙের লোহার সিঁড়ি।
কোনোটা প্যাঁচানো, কোনোটা লম্বা।
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা মেঘনা ব্যাংকের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বে চোখে পড়বে এই সিঁড়ির দোকানের।
সীতাকুণ্ড উপকূলের বিভিন্ন জাহাজভাঙা কারখানা থেকে পুরোনো স্ক্র্যাপ জাহাজের এসব সিঁড়ি সংগ্রহ করেন ব্যবসায়ীরা।
টেকসই হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এসব সিঁড়ির চাহিদা রয়েছে।
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ছোট বড় কয়েকটি সিঁড়ির দোকান রয়েছে।
দোকানগুলো ঘুরে তিন ধরনের সিঁড়ির দেখা পাওয়া গেল।
প্রথম ধরনের সিঁড়ি সরাসরি জাহাজ থেকে সংগ্রহ করা,
দ্বিতীয় ধরনের সিঁড়ি গ্রাহকের চাহিদা অনুসারে জাহাজের লোহা ও লোহার পাত দিয়ে নতুন করে তৈরি করা হয়।
এ ছাড়া স্থানীয়ভাবে লোহা সংগ্রহ করে তৈরি করা সিঁড়িও বিক্রি হয় এসব দোকানে। জাহাজ থেকে সরাসরি সংগ্রহ করা সিঁড়ির প্রস্থ তুলনামূলক কম।
তবে দাম কিছুটা বেশি। সিঁড়ির গঠন দেখে সহজেই বোঝা যায় কোনটি জাহাজের আর কোনটি নতুন করে বানানো।
এসব সিঁড়ি কোথায় ব্যবহার হয় জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বসতবাড়ি, দোকান, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব সিঁড়ির চাহিদা রয়েছে। বিশেষ করে যেখানে অল্প জায়গায় দোতলা ঘর তৈরি হয় সেখানে এসব সিঁড়ি বেশি ব্যবহার হয়।
এই সিড়ি গুলো ফিট হিসাবে বিক্রি করা হয় এবং আপনার যে সাইজের সিঁড়ি লাগবে, সেই সাইজের সিঁড়ি কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন।
হানিফ মোবাইল – ০১৮১৪-৯০৭১৩২
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: