জীবনের সোনা ঝরা দিনগুলো সব | Yeasin Arafat | Jiboner Shona Jhara Din Gulo Shob | ইয়াসিন আরাফাত
Автор: Chandralok Studio
Загружено: 2023-01-24
Просмотров: 568532
জীবনের সোনা ঝরা দিনগুলো সব
শিল্পী : ইয়াসিন আরাফাত
মূল শিল্পী : সাইফুল্লাহ্ মানসুর
কথা : মোস্তফা শওকত ইমরান
সুর : সাইফুল্লাহ মানসুর
╚»★«╝ গানের কথামালা ╚»★«╝
জীবনের সোনা ঝরা দিন গুলো সব
শীতের পাতার মত ঝরে যায়
কোকিলের কুহু তানে ফাগুন আসে
চৈত্রের কাছে সেও হেরে যায়
শীতের পাতার মত ঝরে যায়
তবুও এই জীবনকে ফুলে ফুলে সাজাতে
সবার কত আয়োজন
সাজানো খেলা ঘর করে ভেঙ্গে চুরমার
নেমে আসে নিঠুর মরন
সুখের সমাধি গড়ে
আশার তারাগুলো ঝরে পড়ে যায় অবেলায়
তারা গুলো আজ যেন নিভে গেছে সব
নদীগুলো কেন যেনো হয়েছে নীরব
কেন হৃদয় বীণায় আজ সুর আসে না
কেন মনের বেতারে আর গান বাজে না
অদেখার আকুল আঘাতে
মনের তরুণী গেছে তেমে জড়াতে
না দেখে প্রিয় নাবীকে
চোখ দুটো গেছে যেন আঁধারে ঢেকে
কেন মন থেকে আমি কিছু ভাবি না
কেন দৃষ্টি থেকেও আমি কিছুই দেখি না
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: