Adure Din( আদুরে দিন) | Lyrics |তুমি হয়তো বহুদূর তবু তোমার কথার সুর| Sweater | Ranojoy Bhattacharjee
Автор: Song Offering
Загружено: 2023-03-01
Просмотров: 3314
Adure Din ( আদুরে দিন) | Lyrics | Bengali Movie Song | Sweater | Ishaa Saha | Ranojoy Bhattacharjee
Cradit.....
Singer - Ranajoy Bhattacharjee
Music composer - Ranajoy Bhattacharjee
Lyrics - Tamoghna Chatterjee
Music arrangement,programming and music production - Ranajoy Bhattacharjee
Guitars,mandolin and dobro - Raja Chowdhury
Flute - Sushanta Nandi
Recorded by Neel Basu at Sonic Solution Studio.
Mixing and mastering - Anirban Ganguly
#আদুরেদিন
#aduredinlyrics
#ishaasaha
#sweater
#AdureDin,
Lyrics In Bangla
তুমি হয়তো বহুদূর, তবু তোমার কথার সুর
দেখো বাজছে আমার বেসুরো জীবনে
তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেশ
আমার একলা জীবন মুহূর্তরা জানে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে, "পারলি নাতো ছুঁতে তুই আর একটা দিন"
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
ভাবি, নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন
আহা, আহা, আহা
আহাহাহা আ
লালা, লা লালা লা লালালালা
লা আআআআ
ফিরে ফিরে আসে ঢেউ, ছায়ারাও হচ্ছে বড়ো
ঝিনুকের মতো দিন কুড়িয়েও দেখতে পারো
এ ঘরের গভীরে, নোনা ধরা শরীরে
এক মুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি
এই মেঘলা মনের গান, আমার বড্ড অভিমান
তাকে ঘুম পাড়াবো স্বপ্ন আসবে বলে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে, "পারলি নাতো ছুঁতে তুই আর একটা দিন"
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
ভাবি, নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন
আহা, আহা, আহা
আহাহাহা আ
লালা, লা লালা লা লালালালা
লা আআআআ
ছেঁড়া ছেঁড়া রাত-দিন, পিয়ানোর সাদা-কালো
বেহিসেবি আঙুলে সংসারী সুর তোলো
খুব চেনা সেই সুর, ভেজা ভেজা রোদ্দুর
দু'চোখে হ্যামেলিন হয়ে রাত-দিন খেলা করে
কবে, কোথায় এটার শেষ, আমার ভাবতে লাগে বেশ
আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে, "পারলি নাতো ছুঁতে তুই আর একটা দিন"
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
ভাবি, নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন
আহা, আহা, আহা
আআআআ আ
লালা, লা লালা লা লালালালা
লা আআআআ
আহা, আহা, আহা
আহাহাহা আ
লালা, লা লালা লা লালালালা
লা আআআআ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: