"ঈদে মিলাদুন্নবী পালন" সৃষ্টি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য | Mamunur Rashid Fahad | মিলাদুন্নবী
Автор: As-Sunnah Academy
Загружено: 2025-09-05
Просмотров: 87
#ঈদে মিলাদুন্নবী#বিদাত #শির্ক
ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাই, নবী করিম ﷺ এর যুগে, সাহাবায়ে কিরামের যুগে, তাবেঈন বা তাবে-তাবেঈনের যুগে কোথাও “মিলাদুন্নবী” নামে কোনো উৎসবের অস্তিত্ব ছিল না। যারা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যারা তাঁর জন্য জান-মাল-প্রাণ সব কিছু কুরবান করতেন, তারা কেউই রাসূল ﷺ এর জন্মদিনকে ইবাদত বা উৎসব বানিয়ে নেননি। কেননা তারা জানতেন—ইসলামে ইবাদত নির্ধারণের অধিকার একমাত্র আল্লাহর, নবীরও নয়, উম্মতেরও নয়।
কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে, ইসলামের অনেক শত বছর পর ফাতেমীয় শিয়া রাজবংশের আমলে এ মিলাদ উদযাপনের সূচনা হয়। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের অন্তরে বিদআত ছড়িয়ে দেয়া, সুন্নাহ থেকে সরিয়ে দেয়া এবং মুসলিম সমাজকে বিভ্রান্ত করা। তারা বুঝেছিল, যদি মানুষকে নতুন নতুন প্রথায় ব্যস্ত রাখা যায়, তবে তারা আসল ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে। এভাবেই মিলাদুন্নবীকে ব্যবহার করা হয়েছে ইসলামের শত্রুদের একটি ষড়যন্ত্র হিসেবে।
আজকে আমরা দেখি, এই উদযাপনে গান-বাজনা, শিরক-বিদআত, অপচয় এবং অশ্লীলতার মিশ্রণ ঘটানো হয়। অথচ নবী ﷺ তো নিজেই বলেছেন, “যে আমাদের এই দীন-ধর্মে এমন কিছু সৃষ্টি করল, যা এর অন্তর্ভুক্ত নয়, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত।” (বুখারি ও মুসলিম)
অতএব, প্রকৃতপক্ষে মিলাদুন্নবী হলো এমন একটি সৃষ্টি, যা ইসলামের মূল ভিত্তিকে নষ্ট করে দেয়। এটি মুসলমানদেরকে কুরআন-সুন্নাহর সরল পথে না রেখে আবেগপ্রবণ প্রথা ও কুসংস্কারের পথে ঠেলে দেয়। এর মাধ্যমে ইসলামের আসল রূপকে বিকৃত করা হয়েছে।
আমরা যদি সত্যিই রাসূল ﷺ-কে ভালোবাসতে চাই, তবে তাঁর জন্মদিন উদযাপন করে নয়; বরং তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরেই ভালোবাসা প্রমাণ করতে হবে। তাঁর দেখানো পথে নামাজ আদায়, তাকওয়া অর্জন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় ও শিরক-বিদআতের বিরোধিতা করতে হবে।
ভালোবাসা কথায় নয়, বাস্তব অনুসরণে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে এই বিদআতকে প্রত্যাখ্যান করা, এবং মানুষকে বোঝানো যে “ঈদে মিলাদুন্নবী” আসলে ইসলামের শত্রুদের একটি হাতিয়ার, যা মুসলমানদের বিভক্ত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আসুন আমরা সবাই মিলাদ নয়, বরং সুন্নাহর জীবনধারা আঁকড়ে ধরি, তাহলেই ইসলাম বেঁচে থাকবে, আমরা বাঁচব।
#বিদআত_বর্জন
#ঈদে মিলাদুন্নবি
#সুন্নাহর_পথে
#মিলাদুন্নবী_বিদআত
#রাসূলের_ভালোবাসা_সুন্নাহতে
#শিরক_ও_বিদআত
#ইসলামের_সঠিক_ধারা
#সুন্নাহ_হলো_ভালোবাসা
#বিদআতের_অভিশাপ
#বিদাআত#শির্ক
#আসল_ইসলাম
#SayNoToBidah
#FollowSunnah
#TrueLoveForProphet
#NoMiladInnovation
#QuranAndSunnah
#StopShirkAndBidah
#IslamicAwareness
#HoldOnToSunnah
#ProtectIslam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: