ঢাকা থেকে চট্রগ্রাম Bangla Star হিনো RM2 বাসে। Blog:31।Bangla Stat।Hino RM2। Dhaka To Chittagong
Автор: HigHway TraVelleR
Загружено: 2025-11-13
Просмотров: 3506
হাইওয়ে ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাইওয়ে ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য, আপডেট,ট্রাভেল ব্লগ সহ ভ্রমনের খুটিনাটি তুলে ধরা হয়। আমাদের পাশে থেকে আমাদের ভিডিও দেখুন এবং কমেন্টে জানাবেন আপনার স্বাধীন মতামত।
আমাদের চ্যানেলে প্রচারিত ভিডিওটি সুস্ঠ ভিডিও। ভিডিও করার ক্ষেত্রে এখানে কোনোভাবেই পরিবহন ব্যাবসায়ীদের ক্ষতিসাধন কিংবা কাউকে কোনোভাবেই জড়িত করা হয় না।
কোনোভাবে কোনো কিছু নিয়ে উস্কানিমূলক নীতি ভাবে ভিডিও তৈরী করা হয় নি।
🟠বাসের ভিতর হতে ভিডিও এর ক্ষেত্রে ঃ ভিডিওটি একটি জার্নি ভিডিও হিসেবে ধরা হয়ে থাকে।এখানে ড্রাইভার তার নিজ দক্ষতার উপর ভিত্তি করে গতি দিয়ে বাস চালিয়ে থামে। দ্রুত গতিতে চালানোর জন্য ড্রাইভারকে কোনোভাবেই উস্কানি দেয়া হয় না। অনেক সময়ে ভিডিওটির স্পিড বাড়ানোর ফলে একটু রিক্সি মনে হতে পারে।
🟠বাস ফ্যানিং ভিডিও ক্ষেত্রে : শখের বসে যখন বাস লাভিং করা হয় তখন আমরা রাস্তার মাঝে কিংবা বাস চলাচলে কোন ধরনের ক্ষতি সাধন হবে এমন কোন কাজ থেকে বিরত থাকি। কোন এক নির্দিষ্ট জায়গা থেকে ছবি/ ভিডিওটি করে থাকি।
🟠বাসের আপডেট ভিডিও এর ক্ষেত্রে : যখন কোন বাস কোম্পানিতে ব্র্যান্ড নিউ নতুন বাস যুক্ত করা হয় তখন সে বাসের রিভিউ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করা হয়। ব্যক্তিগত ভাবে নেগেটিভ এর থেকে পজিটিভ রিভিউ বেশি তুলে ধরি। আপনারা কমেন্টে আপনাদের মতামত দিতে পারবেন।
🟠ট্রাভেলিং রিভিউ ভিডিও এর ক্ষেত্রে : দূরপাল্লার কোন বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সার্বক্ষণিক রিভিউ আপনাদের মাঝে তুলে ধরা হয়ে থাকে। এক্ষেত্রে বাসের সার্ভিস বাসের কন্ডিশন এবং পজেটিভ ও নেগেটিভ রিভিউ আপনাদের মাঝে তুলে ধরা হয়ে থাকে।
সব মিলিয়ে আপনি হাইওয়ে ট্রাভেলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ হতে উপরোক্ত ভিডিও গুলো সবসময় পেয়ে থাকবেন । নতুন ভিডিও পেতে/ভিডিওতে আমার ভ্রমনসঙ্গী হতে এবং বাসের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল্টি সাবিস্কাইভ করে সার্পোট করবেন।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ: https://www.facebook.com/share/EbogpR...
#bd #new #highway #traveller #bd
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: