একটি হরিণের ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস | Sree Guru Sangha Believer
Автор: Sree Guru Sangha Believer
Загружено: 2020-01-15
Просмотров: 11943
একটি হরিণের ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস।
বনের ভিতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেওয়ার। তাই সে বনের ধারে যেয়ে নদীর পাশে ঘাস জমিতে সুন্দর একটা জায়গা খূঁজে বের করে নিল সন্তান জন্ম দেয়ার জন্য। সময় কিছু পার হলো , তার প্রসব বেদনাও উঠলো। কিন্তু এই সময় হরিণীটির চার পাশে শুরু হলো বিপদ।
হরিণীটি যখন উপরে তাকাল - দেখলো ঘনো মেঘ আকাশ ছেয়ে যাচ্ছে। সে যখন জঙ্গলের দিকে তাকাল, দেখলো ঘনো জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। আর পিছনে ফিরে দেখলো
এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে।
এখন সে কি করবে ...?
জানতে হোলে অবশ্যই দেখতে হবে এই Video টি। আর যদি ভালো লেগে থাকে তো Please Like & Share করতে ভুলবেন না যেন।
______________Tags______________
#SreeGuruSangha
#SriGuruSangha
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: