ভারত থেকে শত শত টন পেঁয়াজ আমদানি !! বাংলাদেশে পানির দরে বিক্রি !! Onion Import - India
Автор: Bioscope Entertainment
Загружено: 2025-08-19
Просмотров: 495688
গত ১৭ বছর ধরে নিত্যপণ্যের বাজার ছিল অস্থিতিশীল। আর পেঁয়াজের বাজার ছিলো টালমাটাল, প্রতি কেজী ৩৫০ টাকাও উঠেছিলো। তবে অন্তর্বর্তি সরকার আসার পর নিত্যপণ্যের দাম কমে আসে। কিন্তু কিছুদিন ধরে পেঁয়াজের দাম একটু বাড়তে থাকে। কারণ সিন্ডিকেট অদৃশ্য হলেও মাঝে মাঝে উকি দেয় পেঁয়াজের বাজারে। তবে, সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি যেন এক যাদু মন্ত্র,যে মন্ত্রে গত দুই দিনের ব্যবধানে কতটা কমেছে পেঁয়াজের দাম? কি পরিমাণ পেঁয়াজ আসছে ভারত থেকে? তা জানাবো আমাদের সহকর্মী গালিব উদ্দিন এর ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...
রোববার (১৭ আগস্ট) ভারত থেকে তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৪৯ মেট্রিক টন পেঁয়াজবাহী পাঁচটি ট্রাক দেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় আমদানিকারকেরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানির কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকেলে রেবতী কুমার বিশ্বাসের মালিকানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি মোট ৫০ টন ভারতীয় পেঁয়াজ দেশে এনেছে। এ ছাড়া ভারতের ঘোজাডাঙা বন্দরে আরও ১৪টি ট্রাক পেঁয়াজবাহী অবস্থায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
সবচেয়ে বেশি পেঁয়াজ এসেছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ট্রাকে মোট ৭৭৯ টন পেঁয়াজ আমদানি করা হয়। এর আগে গত বৃহস্পতিবারও চারটি ট্রাকে ১০০ টন পেঁয়াজ একই বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: