রুদ্ররাত্রি || Trailer Launched || Avishek Dutta Galaxy of Art || Media Coverage || Skydreamsnews
Автор: Sky Dream Channel
Загружено: 2025-11-25
Просмотров: 48
অশুভ শক্তির বিনাশে মাতৃ শক্তি সুস্থ সমাজ গঠনের বার্তা নিয়ে আসছে অভিষেক দত্তের নতুন ছবি ‘রুদ্ররাত্রি'
নারী নির্যাতনের প্রতিবাদের ভাষা হিসেবে তৈরি হচ্ছে নতুন শর্ট ফিল্ম ‘রুদ্ররাত্রি’। অভিষেক দত্তের নিজের লেখা গল্প অবলম্বনে নির্মিত এই ছবি মাতৃশক্তির জয়গানই তুলে ধরবে—বার্তা একটাই, অশুভ শক্তির বিনাশ শেষ পর্যন্ত মা-ই করেন।
'অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট'-এর পক্ষ থেকে এ বছরের আরেকটি বিশেষ নিবেদন হিসেবে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রুদ্ররাত্রি’। ছবিটি পরিচালনা করেছেন শুভো মল্লিক, এবং ফিল্মটি নির্মাণ করেছেন অভিষেক দত্ত।
অভিনয়ে রয়েছেন—অঙ্কিতা চট্টোপাধ্যায়, মিলি রায় চৌধুরী, প্রিয়াংশী দাস, কৃতিকা বেরা, ভোলা ভুটিয়া, মলয় আচার্য, যুবেন্দ্র নাথ এবং অভিষেক দত্ত।মেকআপ– স্বরূপ সিনহা,সিনেমাটোগ্রাফি – রণিত কর্মকার,কস্টিউম – PRS এন্টারটেইনমেন্ট,গল্প – অভিষেক দত্ত,স্ক্রিপ্ট – শুভো মল্লিক,গান – অরিজিৎ বন্দ্যোপাধ্যায়
ছবির পুরো টিমের সঙ্গে কথা বলে জানা গেছে—নতুন কাজটি নিয়ে তারা বিশেষ আশাবাদী। সম্প্রতি কলকাতার খ্যাতনামা জায়গা The Flamboyant-এ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ‘রুদ্ধ্ররাত্রি’র অফিসিয়াল ট্রেলার। ট্রেলার প্রকাশের পর উপস্থিত দর্শকদের মধ্যে দেখা গেল প্রবল আবেগ ও উৎসাহের ঢেউ।
আগামী ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি। গ্যালাক্সি অফ আর্ট-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকল দর্শক দেখতে পাবেন সম্পূর্ণ ফিল্মটি।
নারীশক্তি ও ন্যায়বিচারের বার্তা নিয়ে ‘রুদ্ররাত্রি’ যে দর্শকমনে জায়গা করে নেবে—এ ব্যাপারে আশাবাদী পুরো নির্মাতা দল।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: