বিসিএস মানসিক দক্ষতার গাছের মাঝে দূরত্ব বের করার সহজ টেকনিক। Khairul Alam, Khairuls Math
Автор: Khairul's Math
Загружено: 2025-12-23
Просмотров: 1054
খাইরুলস ম্যাথ পেজে আপনাকে স্বাগতম। খাইরুল স্যার দীর্ঘ ১৫ বছর ধরে জব ম্যাথ পড়াচ্ছেন। তার লেখা ৫ টি সরকারি চাকরির পরীক্ষার গণিত বই সারা দেশে ব্যাপক জনপ্রিয়। এই চ্যানেলে তার নেয়া ভিডিও ক্লাস, বইয়ের আপডেট এবং বিভিন্ন জব কোর্সের আপডেট দেয়া হয়। খাইরুলস স্যার কেনো বাংলাদেশের চাকরির গণিত প্রস্তুতির একজন সেরা বা বেস্ট শিক্ষক তা আপলোড দেয়া ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। স্যারের কাছে অনলাইনে ও অফলাইনে গণিত কোর্স করে হাজার হাজার ছাত্রছাত্রী বিসিএস ক্যাডার, ব্যাংকার, সরকারি ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, পুলিশ, আর্মি, নার্স, নিবন্ধনে স্কুলের শিক্ষক, কলেজের প্রভাষক এবং ১১-২০তম গ্রেডের বিভিন্ন সরকারি চাকরি তে কর্মরত আছে। স্যার ব্যাসিক টু এ্যডভান্সড জব ম্যাথের সেরা শিক্ষক। স্যারের অনলাইন কোর্স গুলো বাংলাদেশের সেরা অনলাইন কোর্স।
বিশেষ করে স্যারের লেখা ব্যাসিক ম্যাথ বইটি চাকরির গণিত প্রস্তুতির জন্য শিক্ষকের মত কাজ করে। যাদের গণিতের বেসিক একদম শূন্য তারাও স্যারের জব ম্যাথ কোর্স ও বই পড়ে গণিতের দূর্বলতা কাটিয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। স্যার প্রতিটি অধ্যায়ের বেসিক থেকে বুঝে বুঝে শর্টকাট ডেভেলপ করে দেন, কাউকে সূত্র না বুঝে মুখস্ত করতে বলেন না। যার জন্য স্যারের কাছে ক্লাস করা শিক্ষার্থীরা সরকারি চাকরির পরীক্ষার গণিত অংশে খুবই আশানুরুপ নাম্বার তুলে ভালো ফলাফল করতেছে। যদি কারো পাটিগণিত, বীজগণিত, বা জ্যামিতি অংশে সমস্যা থাকে তারা খুব সহজেই স্যারের অনলাইন কোর্স করে তাদের সমস্যা কাটিয়ে উঠতে পারেন। কারণ একবার কোন কোর্সে ভর্তি হলে আজীবন অংক ক্লাস করার সুযোগ তবে শর্ত হচ্ছে ফেসবুক আইডি পরিবর্তন করা যাবেনা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: