লোকে কি বলবে | Writer : Debarati Goswami | Voice : Paromita
Автор: Paromita Pramanick
Загружено: 2020-11-13
Просмотров: 546494
paromita #paromitar_kobita
#লোকে_ কি_ বলবে
কলমে : দেবারতি গোস্বামী
ধরুন একজন অল্পবয়সী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে
আছে একা কানে ফোন, কারোর জন্য অপেক্ষা করছে।আচ্ছা ধরুন আপনি শুনলেন ও বলছে "কি হলো? কখন আসবে? আর কতক্ষণ অপেক্ষা করবো? "
ব্যস ভেবে নেবেন নিশ্চয়ই সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে?
কিংবা একজন কেউ ধরুন খুব চেনা পাড়ার কোনো অল্পবয়সী কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে মৃদুস্বরে। ভেবে নিলেন আরে দেখেছো দেখে তো মনে হয়না প্রেম করে!! এমন ভাবে দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেনা,ঢঙ!!!
আপনি আপনার বাড়ির ছাদে, ছাড়ুন ধরা যাক আপনি আপনার ফ্ল্যাটে। আর সামনের ফ্ল্যাটের বিবাহিতা মহিলাটি স্বামী বেড়িয়ে যাওয়ার পর দেখেন ব্যালকনিতে হেসে হেসে কার সাথে যেন কথা বলে! "দেখেছো? কি বাজে চরিত্র? যেই বেড়িয়ে গেল স্বামী অন্যজনের সাথে শুরু? ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ!! "
প্রথম ঘটনাটি?আমার সাথে ঘটা এই দুতিনদিন হলো, মায়ের জন্য অপেক্ষা করছিলাম , মাকেই ফোন করেছিলাম অফিস থেকে কখন বেড়োবে। আমরা তো আর সবাই ইষ্টিকুটুমের বাহা নই যে সবাইকে তুই করে ডাকবো? তুমি মানেই প্রেমিক অথবা প্রেমিকা লজিকটা কি? গুরুতর?
তৃতীয় ঘটনাটি আমার খুব কাছের বান্ধবীর সাথে ঘটা। আমরা রোজ ফোনে কথা বলি দুপুরে একটা সময় ওর হাসবেন্ড বেড়িয়ে গেলে, অনেকটা ফাঁকা সময় পাওয়া যায় হাতে। শুনলাম বেশ কথা হয় ওকে নিয়ে। কারণ? কিচ্ছু নয়, শুধু দেখা গিয়েছে একজন ফোনে কথা বলার সময় হাসে ব্যস? এইটুকুই।
ছোটো থেকে একটা ভয়ানক ব্যাধিতে আক্রান্ত পরিবারের পর পরিবার। ব্যাধিটার নাম "লোকে কি বলবে? ", আমাদের মনে ছোটো থেকে ঢুকিয়ে দেওয়া হয় একটা কথা, " তোমার কতটা কষ্ট হলো কতটা খারাপ লাগলো important নয়। important হলো লোকে যেন আঙুল তুলতে না পারে।সমাজে আমাদের একটা মানসম্মান আছে।"অলিখিতভাবে এটা একটা বিধান বৈ কম নয়।
এবং হুম বলেও লোকে। অনেক কথা বলে।যেমন রাত অবধি অনলাইনে থাকলে, "কি ব্যাপার? কার সাথে কথা এত রাত অবধি? " অনলাইন মানে একটা মানুষ সিনেমা দেখতে পারে, গান শুনতে পারে, ইন্টারনেট সার্ফিং করতে পারে মানে অনেক কিছুই করতে পারে। internet is not all about chatting .
সব কিছুর ভ্যাকসিন বেড়োবে, সব অসুখের জন্য সায়েন্স আসবে। আসবেনা শুধু "লোকে কি বলবে" এই মহামারীটির ভ্যাকসিন। এই শুধু একটা লাইনের জন্য কত স্বপ্ন মরে যায়, কত কিছুই করার থাকে কিন্তু করা হয়ে ওঠেনা।
অভিনয় করার দক্ষতা ছিল হয়তো কারোর। কেউ বা মডেল হয় পারতো। কিন্তু মিডিলক্লাস ফ্যামেলি তো! লোকে কি বলবে? যার একদিন স্টেজ কাঁপানোর কথা ছিলো সে এখন হয়তো কোনও বদ্ধ গুমোট ঘরে বসে ফাইল চেক করে।
একটা মেয়ে বোধহয় বেঁচে যেতে পারতো ভীষণ অত্যাচারী একজন স্বামীর হাত থেকে। কিন্তু লোকে কি বলবে বিবাহিত মেয়েকে ফেরত আনলে? এর চাইতে বোধহয় ভালো পেপারের নাম ওঠা "বধূহত্যার"..
একটা ছেলে বোধহয় আরেকটু ভালো থাকতে পারতো ক্রিকেটের ময়দানে ছক্কা মেরে। কিন্তু সময় লাগবে যে একটু প্রতিষ্ঠিত হতে। লোকে কি বলবে? ছেলেটা এখন কম্পিউটারের সামনে বসে থাকে lT সেক্টরের বন্ধ কাঁচের ভিতর। যার আকাশ নিয়ে কারবার ছিল, সে আজ আকাশ দেখতে পায়না।
যে মানুষটার সাথে সম্পর্কটা পরিণতি পেলে জীবনটা হয়তো অন্য হতো, আজও এত বড় উন্নত পৃথিবীর কোথাও না কোথাও সম্পর্কটাকে মেনে নেয়না পরিবার। কারণটা একটাই, লোকে কি বলবে?
কখোনো কখোনো নিজের জীবন নিজের স্বপ্ন নিজের সবটা দিয়ে কিনে নিতে হয় সমাজটাকে।
ঘরের বৌ বেশী অনলাইনে থাকলে লোকে বলে, মধ্যবয়সে এসে লাল শাড়ি পড়লে লোকে বলে, একটু উঁচু স্বরে কথা বললে লোকে বলে, দেরীতে বিয়ে হলে লোকে বলে, হাজারটা পড়াশোনার গন্ডি পেরিয়ে চেষ্টা করেও চাকরি না পেলে লোকে বলে, বাড়ির পুরুষ রান্নাঘরে ঢুকলে লোকে বলে, নিজের ভাল থাকার চেষ্টা করলে লোকে বলে,স্লিভলেস ব্লাউজ পড়লে লোকে বলে, ছেলেবন্ধুর সাথে কথা বললে লোকে বলে, সানি লিওনির নাম মুখে তুললেও লোকে যেমন বলে "পর্ণ আ্যাডিকটেড" ঠিক তেমন। বলে , এবং বলবেও।
ঠিক যেমন যে আমাদের সমাজ "ছেলেদের টাকায় মেয়েরা কেন চাকরি না করে বসে খাবে? " বলে? সেই সমাজটাই একটা চাকুরীরতা স্ত্রীর একটু কম রোজগেরে স্বামী হলে টিটকিরি মারতে ছাড়েনা।সেই সমাজটাই বৃদ্ধ বাবাকে ছুটি দিয়ে মেয়ে স্বাবলম্বী হয়ে সংসার চালালে "ঐ তো মেয়ের টাকায় খায়" বলতে ছাড়েনা
কার কতটা আগে বিয়ে হলো, কে কত আগে চাকরি পেলো, কে কত আগে সন্তান জন্ম দিলো, কে কত আগে কি করলো কিচ্ছু প্রতিযোগিতা ম্যাটার করেনা, ম্যাটার করে একটাই "কে কতটা সুখে আছে, কে কতটা ভালো আছে। ব্যস। "
আমরা নিজেরাও হিসেব রাখিনি শুধু কে কি বলবে এই ভেবে কতকিছু করবো ভেবেও করিনি, কত কিছু হওয়ার ছিলো, হয়নি। যদি একটা ডায়েরি থাকতো হিসেব করার? পাতায় পাতায় লেখা থাকতো কত ইচ্ছের মৃত্যু। হিসেব রাখিনি ভালোই করেছি। অন্তত জোর গলায় বলতে তো পারি "কুছ তো লোগ ক্যাহেঙ্গে, লোগো কা কাম হিসেবে হ্যা ক্যাহেনা।"
আমি জানিনা দিনটা কবে আসবে, যদি এমন একটা দিন আসে? কারোর ক্ষতি না করে, কোনো অপরাধ বা কুরুচিপূর্ণ কাজ না করে মানুষ নিজের মতো থাকতে পারবে পরিবারের সাথে? শাসনটা আসবে তবে উৎস থেকে কোনো "লোকে কি বলবে" অনুঘটকের সঙ্গমে নয়। সেইদিন দুনিয়ায় অনেক রঙ আসবে, বিচ্ছেদের শেষে মিলন আসবে,অপছন্দের বিষয়ের বদলে নতুন বইটার গন্ধ আসবে, দূরত্ব কমে যাবে এক মহাদেশীয় প্লেট। শুধু ভ্যাকসিনটা আনতে হবে,আনাটা মুশকিল কারণ রোগটা যখন মনে, সায়েন্স সেখানে অসহায়।
Please follow me on below:
Facebook page: / paromitarkobita
youtube channel: / paromitapramanick
Instagram: / paramita_pramanick
for promotions and other information or business related inquiry
mail me at
[email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: