খাজায়েনে রহমত পাক দরবার শরীফে পালিত ওরছ শরীফ ২০২৪ ইং-এ মিলাদ ও কিয়ামের কিছু অংশ
Автор: খাজায়েনে টিভি
Загружено: 2025-08-29
Просмотров: 9572
মুস্তাহ্ছান ওরছ শরীফ-২০২৫
জামালপুর সাতকুড়া কুটামনিস্থ খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত্ তরিকত পাক দরবার শরীফ ২০২৫ এর বার্ষিক মুস্তাহ্ছান ওরছ শরীফ সুন্দর পরিবেশে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের সমন্নয়ে পুর্ণ ইসলাম সম্পর্কে ওয়াজ নছিয়ত দফায় দফায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে ৷
এ ধারাবাহিকতায় আখেরী মুনাজাতের পূর্বে খাজাবাবা খাজাবাগী জামালপুরী (মাঃজিঃআঃ) পীর কেবলাজান সকল ভক্ত, অনুরাগী, আশেক, মুরীদ, জাকেরদের নিয়ে পবিত্র মিলাদ ও কিয়াম শরীফ পড়েন।
উক্ত মুস্তাহাছান ওরছ শরীফে বাংলাদেশ ও ভারতের আসাম এর বিভিন্ন জেলা থেকে আগত লক্ষ লক্ষ তরিকতপন্থি আশেক জাকের ধর্মপ্রাণ মুমিন মুসলমান উপস্থিত হয়েছিলেন৷
গত ০৯ ফেব্রুয়ারি বাদ ফজর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর আলহাজ্ব শাহ্ সূফি খাজা মুহাম্মদ রেজাউল হক (রেজা শাহ্) হুজুর আখেরী মুনাজাত এর মধ্য দিয়ে ওরছ শরীফের সমাপ্তি ঘোষণা করেন ৷
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: