MYSORE BUS STAND 🚍
Автор: Topics
Загружено: 2024-04-19
Просмотров: 83
Good evening বন্ধুরা আজকে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে Video টা হল কর্ণাটকের মাইসুরু বাস স্ট্যান্ডের । মাইসুরু কর্ণাটকের মধ্যে একটা ফেমাস প্লেস, বিশেষত ট্যুরিস্ট প্লেস হিসেবে বেশি বিখ্যাত। আমার একটা কাজের প্রয়োজনে এইখানে আসা। বেশ বড় বাসস্ট্যান্ড ভিড়ভাট্টা পূর্ণ সবসময় প্রচুর লোকজনের সমাগম লেগেই থাকে। প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর এখান থেকে বাস একটার পর একটা ছাড়তেই থাকে কিন্তু কোথায় ছাড়ছে সেটা সঠিক বলতে পারব না কেননা এখানকার সঙ্গে আমি যেহেতু বাঙালি তাই আমাদের একটা ল্যাঙ্গুয়েজের সমস্যা তো রয়েছেই ,তবে যেটুকু জানতে পারলাম সেটা হল এই ধরনের যে এখান থেকে মোটামুটি সব জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। এসি নন এসি সব ধরনের বাস এখানে এভেল এভেল আছে। আমি এই বাস স্ট্যান্ড থেকে একদিন নরসীপুরা আর একদিন প্রিয়াপার্টটানামে গেছিলাম। বেশ ঝকঝকে পরিষ্কার-পরিচ্ছন্ন বাস স্ট্যান্ড। বাসস্ট্যান্ডের সামনের দিকে একটা বড়সড় বিল্ডিং রয়েছে যার উপরের ফ্লোর গুলোতে বেশ কিছু দোকান আর শপিং মল আছে। আর গ্রাউন্ড ফ্লোরে waiting room , অবশ্য waiting রুম বললে ভুল হবে কলিডোর টাইপের যেখানে যাত্রীদের বসার জন্য সারিবদ্ধভাবে চেয়ার রয়েছে, তার পাশাপাশি এখানেও কিন্তু বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে।
#karnataka
#mysuru
#mysore
#mysorepalace
#mysorenews
#mysurustudo
#mysorebusstand
#bengalivlog
#southindiavlog
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: