নতুন আমের জাত রেড পালমার। অসাধারণ বিদেশি এ জাতটির রং আকর্ষনীয়, আকার ও সাইজ চমৎকার, মিষ্টতাও ভালো।
Автор: Banijjik Krishi
Загружено: 2022-05-29
Просмотров: 3586
আমের অসাধারণ নতুন জাত রেড পালমার । বিদেশি এ জাতটির রং আকর্ষনীয়, আকার ও সাইজ চমৎকার, মিষ্টতাও ভালো ।এর আকার অনেকটা বারি-4 এর মত। মধ্যম সিজনে আমটি পাকে ফলে বাজার চাহিদা ও দাম ভালো পাওয়া যাবে। আমাটির বড় বৈশিষ্ট হলো আমটির মাংস বেশি আটি চিকন। এটি বছরে একবার ফলন দেয়। এটি ছাদবাগানেও ভালো ফলন দিতে সক্ষম। এর গুটি ঝরে পড়ে না। বেশ শক্ত প্রকৃতির আম। সাধারণ পরিচর্যায় এটি ভালো ফলন দিতে সক্ষম। বারি-4 আমের মত রেড পালমার জাতটি ভালো ফলন দিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। বিদেশি জাত রেড পালমার আমের পরীক্ষামুলক চাষে সফলতা পেয়েছেন কৃষক হৃদয় মোল্লা। আমরাও তার সফলতা দেখে অনুপ্রাণিত।
#বিদেশি_আমের_জাত_রেড_পালমার #Banijjik_Krishi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: