মুন্সিগঞ্জের ঐহিত্যবাহী নকশা করা দোতলা ঘর এখন বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানি মাসে আয় লক্ষ টাকা 💸
Автор: MrShazo71
Загружено: 2026-01-15
Просмотров: 80
মুন্সিগঞ্জের ঐহিত্যবাহী নকশা করা দোতলা ঘর এখন বাণিজ্যিকভাবে করছেন ব্যবসা মাসে লক্ষ লক্ষ 💰💸
ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা মুন্সিগঞ্জ জেলায় ঘুরতে গেলেই চোখে পড়বে সারি সারি দোতলা ঘর। টিন ও কাঠের তৈরি এসব ঘর দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি মজবুত। যুগ যুগ ধরে বাসিন্দারা এসব নকশা করা ঘর ব্যবহার করায় এটিও হয়ে উঠেছে এ অঞ্চলের পুরনো ঐতিহ্য। আগে শুধু মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের বাসিন্দারাই এসব টিনের দোতলা ঘর ব্যবহার করতেন। তবে এখন অন্য অঞ্চলের মানুষের মাঝেও এসব ঘরের জনপ্রিয়তা ও চাহিদা বেড়েছে। কদর বাড়ায় ঘর তৈরি এবং বিক্রিও হচ্ছে বাণিজ্যিকভাবে। জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ঘর তৈরির হাট।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: