শীতের জুতা PU STAR FOOTWEAR FACTORY আধুনিক চাইনিজ মেশিন দক্ষ কারিগর ও অভিজ্ঞ মালিকের জুতার ফেক্টরী।
Автор: Jubaer Tapos vlogs
Загружено: 2024-10-16
Просмотров: 50092
পিইউ স্টার ফুটওয়্যার চাইনিজ মেশিনে তৈরী শীতের জুতা ও সকল সীজনের জুতা তৈরীর ফেক্টরী। জুতা তৈরী ও বিক্রির জন্য সমগ্র বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার উপজেলা। ছোট বড় হাজারো জুতা তৈরীর ফেক্টরী বা কারখানা আছে ভৈরব বাজার উপজেলায়। তাছাড়া এই উপজেলায় গড়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারী জুতা কেনা-বেচার পাইকারী মোকাম। শত শত দোকান আছে ভৈরব বাজার উপজেলায়। এই সব পাইকারী দোকান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার জুতা সমগ্র বাংলাদেশের ছোট বড় শহরগুলোতে পৌঁছে যায়।
PU STAR FOOTWEAR FACTORY চায়না থেকে আমদানি করা অত্যাধুনিক মেশিনে জুতা তৈরী করে। শীত গরম বারো মাসের জুতা তৈরী করে থাকে। তাদের তৈরী জুতার গুনগত মান ও ডিজাইন অনেক ভালো। এই জুতা বিদেশে রপ্তানি হওয়ার যোগ্যতা রাখে।
আমরা এই ভিডিওতে শীতের জুতা তৈরী ও বিক্রি সংক্রান্ত বিভিন্ন তথ্য এই ভিডিওতে সংযোজন করেছি।
সমগ্র বাংলাদেশের জুতার ব্যবসার একটা বড় অংশ ভৈরব বাজার উপজেলায় হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্হা সহজ, রাজধানী শহরের নিকটতম এই উন্নতির একটি প্রধান কারণ।
PU STAR FOOTWEAR FACTORY, Made in Bangladeshi shoes factory in Bhairab upazila, district Kishoreganj. Hundreds Workers works in this factory.
#জুতার_ব্যবসা #অত্যাধুনিক_মেশিনের_তৈরী_জুতা #pu_footwear_factory #chaina_machines #world_shoes_business
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: