আজ উসমান হাদি কাল কে?
Автор: Amio Bolbo Ebar
Загружено: 2025-12-13
Просмотров: 56
আজ ওসমান হাদি, কাল কে?
এই প্রশ্নটাই আজ বাংলাদেশের বিবেককে নাড়া দিচ্ছে।
গতকাল ঢাকার প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি—
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী।
খোলা রাস্তায়, দিনের আলোতে, একটি গুলি আবারও আমাদের সামনে তুলে ধরেছে
বাংলাদেশের ভয়ংকর বাস্তবতা।
এই ভিডিওতে আমরা কাউকে দোষারোপ করছি না।
আমরা শুধু প্রশ্ন তুলছি—
ভিন্নমত মানেই কি গুলি?
রাজনীতি করলেই কি জীবন ঝুঁকির মধ্যে পড়বে?
আজ যদি ওসমান হাদি হয়, তবে আগামীকাল কে?
ওসমান হাদি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি
এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।
👉 এই ভিডিওটি কোনো গুজব নয়,
👉 কোনো উসকানি নয়—
👉 এটি বাস্তবতা ও সচেতনতার একটি প্রচেষ্টা।
আপনার মতামত Comment এ লিখুন।
ভিডিওটি Share করুন—
কারণ নীরবতাও অনেক সময় অন্যায়ের শক্তি হয়ে দাঁড়ায়।
সত্য ও বাস্তবতার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি Subscribe করুন।
🤲 আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: