“Sun Conure ব্রিডিং বক্স নিজের হাতে তৈরি! Low Cost বক্স ফর সান কনিউর – ঘরে বসেই বানান!”
Автор: MOMINUL BIRDS
Загружено: 2025-06-04
Просмотров: 308
সুপ্রিয় দর্শক বন্ধুরা,
আজকের ভিডিওতে আমি নিজের হাতে তৈরি করেছি একটি Sun Conure ব্রিডিং বক্স! ঘরে বসেই খুবই কম খরচে, মাত্র ৩৫০ টাকা (৩শ টাকা মিত্রি খরচ + ৫০ টাকা কাঠ) ব্যবহার করে বানানো হয়েছে এই বক্স।
বক্সের সাইজ:
• উচ্চতা: ১৪ ইঞ্চি
• প্রস্থ (পাতালি): ১১ ইঞ্চি
• সাইড (দৈর্ঘ্য): ৯ ইঞ্চি
বক্সটি তৈরি করা হয়েছে সুন্দর মেহেগুনি কাঠ দিয়ে, যাতে দেখতে সুন্দর এবং টেকসই হয়। পাখিদের চলাচলের সুবিধার জন্য ভিতরে রয়েছে সিরি এবং দুইটি প্রবেশপথ, যা আমার খাচার সেটআপের জন্য উপযুক্ত। একটি প্রবেশপথে নেট দিয়ে আটকানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে যখন প্রয়োজন না হয় তখন পাখি বাইরে যেতে না পারে। পাশাপাশি বক্সটিতে বাতাস প্রবাহের জন্য ছোট ছোট ফুটোও দেয়া হয়েছে, যা পাখির আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।
ভিডিওতে দেখবেন বক্সের তিনটি বিভিন্ন এঙ্গেল থেকে বিস্তারিত ছবি, যাতে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে বক্সটি বানানো হয়েছে এবং এর ডিজাইন কেমন।
যদি আপনারা পাখি পালন বা ব্রিডিং নিয়ে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব কাজে লাগবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
#SunConure #SunConureBreedingBox #BirdBreeding #DIYBirdBox #LowCostBirdBox #BirdCare #BirdKeeping #PetBirds #BirdLovers #BirdBreedingTips #ParrotCare #SunConureBangla #BirdBoxDIY #BirdSetup #বাংলা #পাখিপালন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: