সারাদিন ধুলা ময়লাই দেখেন আমার গায়ে কি অবস্থা 🥲
Автор: Omr Daily Vlogs
Загружено: 2025-12-25
Просмотров: 35
👉 আমার Omr Daily Vlogs চ্যানেলে আপনাকে স্বাগতম💝
সারাদিন ধুলা ময়লায় দেখেন আমার গায়ের কি অবস্থা 🥲
তো গাইজ আজকে সকাল সকাল গাড়ি চালাতে পারি নাই অতিরিক্ত শীতের কারণে সকালে বাসা থেকে নাস্তা খেয়ে গেলাম প্রায় সাড়ে দশটার দিকে গাড়ি স্টার্ট করলাম ১১ টা ১০ এ তহন অনেক সময় লেগে গেছে।
যে সময়গুলায় এই জায়গাতে লাশ যে সময় যদি আমি আগে গাড়িতে যাইতাম তাহলে অনেক সময় গাড়ি চালাইতে পারতাম প্রায় ১২ ঘণ্টার মতো কিন্তু সকালে না যেতে পেরে। মাত্র ছয় ঘন্টা ডিউটি হয়েছে আশা করি আগামী কালকে যদি আল্লাহতালা হায়াত দেয় ঘুম থেকে জাগিয়ে তাহলে শুক্রবার সকাল সকাল ডিউটিতে লেগে জমার আগে ডিম থেকে চলে আসব।
তা আপনাদের দোয়ায় আল্লাহতালা আমাকে সুস্থ রাখছেন আমার গাড়িটাও সুস্থ রাখছেন ভালোভাবে কাজ করতেছি প্রত্যেকদিন রাত্রিবেলা সারারাত্র ডিউটি করে আমার আংকেল আর আমি সারাদিন ডিউটি করি আপনাদের দোয়ায় আল্লাহতালা আমাদের গাড়িটা খুব ভালো লাগছে দোয়া করবেন যাতে গাড়িটা কোন সমস্যা না হয় যতটুক সম্ভব মানুষকে উপকার করে চলে আসে এর ক্ষতি করি না গাড়ি দিয়ে ওইটা ভাগিনা এইটা ভাগিনা ওইটা নষ্ট করি না এটা নষ্ট করি না যতটুক সম্ভব মানুষকে ছাড় দিয়ে কাজ করে চলে আসি।
বিশাল বড় লম্বা প্রোজেক্টের কাজ প্রায় ৩ তারিখে লাগছে আজকে অনেক অনেকদিন হইছে আজকে ২৫ তারিখ আগামীকালকে ২৬ তারিখ কার জানি কতদিন লাগে মনে হয় আর এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে আমরা রাত্রে দিনে মিলিয়ে কাজ করতেছি আমার একটা আইডিয়া যে এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে 😊
ভালো লাগলে লাইক দিন 👍
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 🔔
ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ 🙏
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন 🤲
অনেক অনেক ভালোবাসা ❤️
#omrdailyvlogs #viral #dailyvlog #vlog #vlogwithsohelvillagelifestyleinbangladeshbeautiful #minivlog #excavator #youtubeshorts #omrdailyvlogs #automobile
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: