ওয়ারিশ সার্টিফিকেট বানাতে চান || কত খরচ লাগবে || কি কি কাগজ পাতি লাগবে? ২০২৪
Автор: Legal Service BD-I
Загружено: 2024-09-30
Просмотров: 38918
ওয়ারিশ সার্টিফিকেট বানাতে চান || কত খরচ লাগবে || কি কি কাগজ পাতি লাগবে? ২০২৪ #LegalServiceBD-I
আপনার বাবার সম্পত্তির মালিক আপনি। কিন্তু আপনি যে আপনার বাবার সন্তান প্রমান করার জন্য ওয়ারিশ সার্টিফিকেট এর প্রয়োজন। এছাড়া আরও যারা হকদার তাদের প্রতেকের ওয়ারিশ সার্টিফিকেট এর প্রয়োজন হবে।
এছাড়া, মামলা মোকদ্দমা, ব্যাংকের টাকা তুলতে, পেনশন এর টাকা সহ বিভিন্ন কাজে দরকার হয় ওয়ারিশ সার্টিফিকেট এর।
সিটি করপোরেশন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে এই ওয়ারিশ সার্টিফিকেট বানাতে পারবেন।
সে জন্য প্রয়োজন, আপনার এক কপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি, সত্যায়িত এছাড়া ১ কপি ছবি ও চেয়ারম্যান এর তদন্ত প্রতিবেদন।
খরচ পড়বে স্থান বেদে যেমন ইউনিয়ন পরিষদ হলে ১০০-২০০ টাকা ও সিটি করপোরেশন এবং পৌরসভা সহ অন্যান্য স্থানে ৭০০-৮০০ টাকা লাগে পাড়ে।
সময় লাগতে পারে ২-৩ দিন। সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত লাগতে পারে।
👉 আলোচনা করছেন
______________________________________________
মোঃইমরান হোসাইন
এডভোকেট
জজ কোর্ট. ঢাকা
মোবাইল -০১৯৮৯৩৮৫১৪০ // ০১৮৫৯৯৮৯১৫৮
👉 ইমেইল :[email protected]
_____________________________________________
👉 চেম্বার : রুম নং-৪২। সিটি ল " চেম্বার। বিউটিলাচ্ছির উপরে। রায়সাহেব মোড়। কোতোয়ালি। ঢাকা
➡️ আপনার যে কোন পরামর্শ ও সেবা নিতে কল করুন।।
ধন্যবাদ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: