বাংলায় পায়রার সবচে বড় খামার।নতুন খাঁচা update । Brothers loft
Автор: BROTHERS LOFT GEDE
Загружено: 2023-02-12
Просмотров: 2303
আজ আমি আপনাদের দেখাবো বাংলার সবচেয়ে ভালো পায়রা রাখার খাঁচা ।বাংলায় পায়রার সবচে বড় খামার, আমি অনেক ফার্ম এ গিয়েছি , পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আমার ফার্ম এ পায়রা সংগ্রহ করতে এসেছেন কিন্তু এত সুন্দর ফার্ম আমার চোখে পড়েনি বা তারাও এতো ভালো ফার্ম দেখেন নি।আমি মূলত ইন্ডিয়ান ফান্টেল pigeon নিয়ে কাজ করে থাকি। প্রথম দিকে দেশি পায়রা তার পরবর্তীতে বিভিন্ন জাত এর পায়রা নিয়ে কাজ করার পর এ খন সম্পূর্ণ লককা পায়রা বা ইন্ডিয়ান ফেন্টেল পায়রা নিয়ে কাজ করি। ইন্ডিয়ান ফেন্টেল পায়রা দেখতে যেমন সুন্দর তেমনি একটু দেখভাল করলেই ভালো ব্রিডিং ফলাফল পাওয়া যায়। আমি অনেক আগে একটি কেরেলার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই নতুন খাঁচা টি তৈরি করেছি। আমার বাড়ির দোতলা এর ওপরে ঘর তৈরি করে খাঁচা রেখেছি। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশ এর যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের কে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেল এ নতুন তাদের কে ধন্যবাদ।আপনার আমাদের পাশে থেকে চ্যানেল টিকে subscribe করে দেবেন আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের comment করবেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো ফান্টেল কবুতর আমাদের এখানে দেখতে পারবেন।আমরা অনেক কম দামে পায়রা হাতবদল করে থাকি পশ্চিমবঙ্গের যেকোনো ঠিকানায় home ডেলিভারি দেওয়া হয়।
ph ; +91 7699 679 044
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: