সুখসাগর জাতের পেঁয়াজের ফলন।
Автор: সুখসাগর লাল পেঁয়াজ
Загружено: 2023-03-05
Просмотров: 65294
#সুখসাগর #পেঁয়াজ #চাষ #sukhsagor #onion #seeds #cultivation
উচ্চ ফলনশীল সুখসাগর জাতের পেঁয়াজ সারা বছর ধরে ঘরে সংরক্ষন করা যায়।পেঁয়াজগুলো জমি থকে তোলার তারিখ ২০/০২/২০২৩ ইং।
আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সফলতার সহিত এগিয়ে চলেছি সুখসাগর জাতের পেঁয়াজ এর চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে।
সারা বাংলাদেশ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর এবং তিন বছরের অভিজ্ঞতা ও সফলতার আলোকে আমাদের কোম্পানি থেকে এ বছর আমাদের গ্রামের বিভিন্ন ফসলের মাঠে প্রায় ১৫ (পনের) বিঘা জমিতে সুখসাগর জাতের পেঁয়াজ এর দানা বীজ উৎপাদন করতে সফল হয়েছি। আমাদের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় আমাদের কোম্পানির পেঁয়াজ এর দানা বীজ তৈরির জমি আপনাদের দেখতে আসার আমন্ত্রণ রইলো।আশা করছি অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজ এর দানা বীজ আগামী মৌসুমের আগে প্যাকেটজাত করে পাইকারি ও খুচরা দানা বীজ আপনাদের দিতে পারব ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
মোঃ হাসানুর জামান।
মোবাইলঃ- ০১৯১৪৬৫৩৩১২.০১৭৭৭৬৩৮৩৮১.
গ্রামঃ- দারিয়াপুর।
উপজেলাঃ- মুজিব নগর।
জেলাঃ- মেহেরপুর।
আরো বিস্তারিত জানতে" সুখসাগর লাল পেঁয়াজ "নামে ফেসবুক ও ইউটিউব গিয়ে ঘুরে আসুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: