Big Big Pizza খেতে গিয়ে ২ হাজার টাকা জলে গেল ! Dominos Pizza House Agrabad Chattogram।
Автор: Sohel Vlogs
Загружено: 2025-08-16
Просмотров: 195
🍕 Dominos Pizza খেতে গিয়ে ২ হাজার টাকা জলে গেল!
আজকে ভাবলাম একটু ভিন্ন স্বাদ নেওয়া যাক। তাই বন্ধুদের নিয়ে চলে গেলাম Dominos Pizza খেতে। অনেক রকম পিজ্জার নাম দেখে মেনুতেই মাথা ঘুরে যাচ্ছিলো। ভাবলাম, একবারই তো খাচ্ছি, একটু বড় অর্ডার করি।
আমরা কয়েকটা Large Pizza, কিছু Side Dish আর Soft Drink অর্ডার করলাম। খাওয়ার সময় অবশ্যই মজা লেগেছিলো, কিন্তু বিল আসতেই চোখ কপালে! মোটামুটি ২ হাজার টাকা উড়ে গেল একেবারে।
যতটুকু টেস্ট আশা করেছিলাম, সত্যি বলতে খাবারটা ততটা সন্তোষজনক ছিল না। দামের তুলনায় কোয়ালিটি আর টেস্ট একেবারেই মানানসই মনে হয়নি। শেষ পর্যন্ত মনে হলো, ২ হাজার টাকা একেবারেই জলে গেল।
@SohelVlogs1990
😅 অভিজ্ঞতার সংক্ষেপ
দামের তুলনায় খাবারের মান একদমই ঠিক ছিল না।
টেস্ট একেবারে গড়পড়তা, কোনো বিশেষত্ব নেই।
বিল দেখে মনে হলো ঠকেছি!
লোকেশন ও পরিবেশ ঠিক আছে, কিন্তু ভ্যালু ফর মানি নয়।
✅ শেখার বিষয়
👉 পরেরবার এত টাকা খরচ করার আগে রিভিউ চেক করা উচিত।
👉 স্থানীয় কোনো রেস্টুরেন্টে গেলে হয়তো এর চেয়ে অনেক ভালো খাবার পাওয়া যেত।
#DominosPizza #FoodReview #BangladeshVlog #PizzaLovers #FoodExperience #WasteOfMoney #BangladeshiVlogger
Music By :- Upbeat Music Pro Version
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: