হারুয়ালছড়ি দরবার শরীফে কাশেম ফকির এর ১৫তম ওরশ শরীফ উদযাপন
Автор: চ্যানেল মানবাধিকার 24
Загружено: 2022-01-07
Просмотров: 90
অদ্য ০৬-০১-২০২২ইংরেজী বৃহস্পতিবার, মুর্শিদে বরহক,তাজেদারে হাকিকত হযরতে গাউছে ভান্ডার হযরত মাওলানা শাহসুফি মতিউর রহমান শাহ(ক)বি এ শাহ ছাহেব কেবলা’র ফয়েজপ্রাপ্ত ও অন্যতম খলিফা ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নস্থ মহান অলিয়ে কামেল হযরত শাহসুফি ফকির আবুল কাশেম শাহ(রহ)এর ১৫তম বার্ষিক ওরশ মোবারক হারুয়ালছড়ি দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য ও মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা রিসালাতুন নাজাত গ্রন্থের লেখক ও প্রণেতা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী(চৌধুরী মামাজান)সাহেব ,এবং মিলাদে মোস্তফা(দ)ও তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ পাঠ করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব উক্ত ওরশ শরীফে উপস্তিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ও জ্যোতি ফোরামের কর্মকর্তা সদস্য এবং হযরত কাশেম ফকির এর পুত্রগণ ও কাশেম ফকিরের অসংখ্য আশেকানবৃন্দ প্রমুখ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: