Bandarban day tour 2025। চিম্বুক। নীলগিরি। নীলাচল। স্বর্ন মন্দির।
Автор: Raihan Roams
Загружено: 2025-02-12
Просмотров: 3424
Bandarban day tour এ এবার আমরা যাচ্ছি নীলগিরি, নীলাচল, স্বর্নমন্দির, চিম্বুক। #Bandarbarmeghla #সবর্নমন্দির #chimbukhillbandarban #nilgiribandarbanbangladesh
বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলার নাম Bandarban। আপনার bandarban city tour এ bandarban day tour planমেঘ ছুঁয়ে দেখতে চাইলে যেমন এখানকার নীলগিরি- এখানে nilgiri hill resort ও আছে,নীলাচল nilachol যেতে হবে, তেমনি পাহাড়ি রূপ ও পাহাড়ী সংস্কৃতি দেখার জন্য ঘুরতে হবে স্বর্ণমন্দির, bandarban meghla, শৈলপ্রপাত, চিম্বুক ইত্যাদি। এছাড়া এডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে নাফাখুম, অমিয়াখুম, বগালেক, কেওক্রাডং, জাদিপাই ঝর্ণা, ডিম পাহাড়, দেবতাকুম, আলীকদম সহ অনেক জায়গা। বলা হয়ে থাকে বান্দরবান ভ্রমণ তালিকায় না থাকলে একজন বাংলাদেশী পর্যটকের বাকেট লিস্ট অসম্পূর্ণ থাকে! প্রকৃতিক রূপ বৈচিত্র্যে অনিন্দ্য সুন্দর এই জেলাকে বলা হয় “পাহাড়ি কন্যা”। nilgiri bandarban,nilgiri জোস। স্বর্ণমন্দির বান্দরবান।
বান্দরবান ট্যুর এ বান্দরবান ভ্রমণ গাইড হিসেবে নীলগিরি বান্দরবান ছাড়াও একদিনে বান্দরবান ভ্রমণ এ ঘুরতে পারেন বান্দরবানের দর্শনীয় স্থান যেমন : টাইটানিক ভিউ,নীলাচল বান্দরবান,মেঘলা বান্দরবান,স্বর্ণমন্দির বান্দরবান,,নীলগিরি ভ্রমণ ইত্যাদি।
bandarban city trip মূলত যারা ফ্যামিলি নিয়ে বান্দরবান যেতে চান তাদের জন্য। যেইসব জায়গা পরিবার পরিবার পরিজন নিয়ে ঘোরার উপযুক্ত না, সেইসব স্পট বাদ দেওয়া হয়েছে। যারা প্রথমবার বান্দরবান যাবেন, কিংবা মেঘের রাজ্যে পরিবার পরিজন বা বন্ধুবান্ধব সহ দুটো দিন কাটিয়ে আসতে চান, তাদের জন্য এই ভ্রমণ পরিকল্পনাটি ফলপ্রসু হবে। এই ট্যুর প্ল্যানে ঘোরার জন্য আপনার কমপক্ষে ১ রাত ২ দিন লাগবে। ঘোরাঘুরির ক্ষেত্রে নিখুঁত ট্যুর প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। এতে সময় বাঁচে এবং কম খরচে ঘোরা যায়।nilachol,চিম্বুক বান্দরবান ছাড়াও আরো অনেক bandarban tourist spot আছে। bandarban tour এ তা অবশ্যই দেখে যাবেন। chimbuk hill bandarban সিটি ট্যুরেট প্রথম স্পট। তারপর পর্যায়ক্রমে আসবে
nilgiri bandarban bangladesh,double hand view point,স্বর্ন মন্দির।
bandarban hotel price এ bandarban hotel পেয়ে যাবেন বাজেটেই bandarban to dhaka bus এই আসতে হয়।bandarban resort অনেক আছে তবে ভাড়া করার আগে ভালো মত দেখে যাবেন।
এই ভিডিওতে bandarban tourist place এর সকল খবর bandarban tour guide বা bandarban travel guide সম্পূর্ণ ভাবে পাবেন।
#স্বর্ণমন্দিরবান্দরবান #bandarban_tour #nilgirihillresort #chimbukhillbandarban #nilgiribandarbanbangladesh #doublehandviewpoint #স্বর্নমন্দির #bandarbanmeghla #bandarbantouristspot #bandarbanhotelprice #bandarbanhotel #bandarbantodhaka
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: