সূরা আল-বাকারার ২৬৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন:
Автор: Amazing World
Загружено: 2025-12-07
Просмотров: 8
সূরা আল-বাকারার ২৬৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন:
وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
যারা আল্লাহর জন্য খাঁটি মনে খরচ করে, তাদের উদাহরণ ঠিক এমন একটা বাগানের মতো, যেটা উঁচু জায়গায় (রবওয়াহ) অবস্থিত।
যখন এই বাগানে মুষলধারে বৃষ্টি পড়ে, তখন ফল হয় দ্বিগুণ-তিনগুণ।
আর যদি মুষলধারে বৃষ্টি না-ও হয়, শুধু হালকা শিশির বা ফোঁটাফোঁটা বৃষ্টি পড়লেও এই বাগান ফলে ভরে যায়।
অর্থাৎ: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, পুরোপুরি আন্তরিকতা নিয়ে দান করে, আল্লাহ তার ছোট্ট দানকেও এমন বরকত দেন যে, তা বহুগুণে ফল দেয়।
এমনকি তার দান যদি খুবই সামান্য হয় (যেমন হালকা শিশির), তবুও আল্লাহ তাকে প্রচুর সওয়াব ও বরকত দান করেন।
আর শেষ কথা: وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
“আল্লাহ তোমরা যা করছ, তিনি পুরোপুরি দেখছেন।”
অর্থাৎ তোমার বাইরের কাজের চেয়েও বেশি দেখছেন তোমার অন্তরের নিয়ত ও আন্তরিকতা।
এক কথায় মর্ম: “খাঁটি নিয়তে আল্লাহর পথে দেওয়া এক টাকাও আল্লাহ এমন বাগান বানিয়ে দেন, যেখানে এক ফোঁটা শিশিরেও ফল ধরে।”
আল্লাহ আমাদের সবাইকে এমন খাঁটি নিয়ত ও আন্তরিক দান করার তাওফিক দিন। আমিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: