easy jtag plus দিয়ে মোবাইলের লক খোলার সহজ নিয়ম। samsung a21s frp unlock by easy jtag plus.
Автор: Mobile Repair Hospital BD
Загружено: 2024-12-11
Просмотров: 5225
বাংলাদেশে প্রতিবছর শিক্ষিতের হার বাড়ছে কিন্তু শিক্ষার সাথে সাথে কর্মসংস্থান সেইভাবে বাড়ছে না, আর যার কারণে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্বের হার, বেকারত্বের হার বাড়ার কারণে সমাজেও বাড়ছে বিভিন্ন অপরাধ জনিত কাজ। যা সামাজিকভাবে ঘৃণিত।
আর এই বেকারত্ব সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা শিক্ষিত যুবকের আত্মকর্মসংস্থানী হওয়া অত্যন্ত জরুরি। নিজের আত্মকর্মসংস্থানের সাথে সাথে অন্যের কর্মসংস্থান তৈরি করতে পারলে সমাজের বেকারত্বের হার দিনকে দিন কমে আসবে, আর এ বেকারত্বের হার যখন কমে যাবে তখন সমাজে অপরাধী সংখ্যাও কমে যাবে।
আত্মকর্মসংস্থানে হওয়ার জন্য যতগুলো কর্মক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি কর্মসংস্থান হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং। বর্তমানে দিন যত যাচ্ছে মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা তত বাড়ছে,
আর যত বেশি মোবাইল ফোন ব্যবহার হবে তত বেশি মোবাইল নষ্ট হবে, আর এই নষ্ট মোবাইল গুলোকে সার্ভিসিং করার জন্য অবশ্যই মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান প্রয়োজন রয়েছে। মোবাইল ফোন যে হারে বাড়ছে সে হারে কিন্তু টেকনিশিয়ান তেমন একটা বাড়ছে না। যার কারণে আপনিও মোবাইল ফোন সার্ভিসিং কাজ শিখে নিজেই একজন সফল টেকনিশিয়ান হতে পারেন।
আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং কাজ শিখে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের,
Mobile Repair Hospital BD ট্রেনিং সেন্টারে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারে আপনি মোবাই ল ফোন সার্ভিসিং এর প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল কাজ শিখতে পারবেন, আমরা প্রত্যেকটি কাজ ছাত্রদের প্র্যাকটিক্যাল শিখিয়ে থাকি,
আমাদের এখানে আপনি বেসিক থেকে এডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন।
আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার
WhatsApp +8801629569400
call. 01312044629
#viral #mobileinstitute #exam #mobileservice #mobilephone #viralvideos #tranding #mobilerepairhospitalbd #mobilephoneservicecourse #viralpost #student
#mobilerepairtrainingceter #mobile #mobilerepair #android ##powercut #powerful
#IC
আসসালামু আলাইকুম | Mobile Repair Hospital BD.ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন |
আশা করি সকলে ভালো আছেন , ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি | আমি জহিরুল ইসলাম জহির ( মাধবপুর,ব্রাহ্মণপারা, কুমিল্লা ) |
আমি অনেক দিন যাবত ধরে মোবাইল সার্ভিসিং এর কাজ করে আসছি এবং দেশের বিভিন্ন জেলা - উপজেলা থেকে আসা ছাত্রদের মোবাইল সার্ভিসিং এর কাজ শেখাচ্ছি |
আর এই মোবাইল সার্ভিসিং এর পেশায় যারা নতুন এবং আমাদের কাছে যে সকল ছাত্ররা কাজ শিখতে আসে তাদেরকে সঠিক পন্থায় এবং সঠিক মানের কাজ শেখানোটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য |
তবে আরেকটি কথা, এই মোবাইল সার্ভিসিং এর কাজ যারা শিখতে চাই তাদের মধ্যে যে গুণটি থাকা লাগে সেটা হলো ধৈর্য অ | এই ধৈর্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে মোবাইল সার্ভিসিং এর কাজ কেনো অন্য কোনো কাজেই আপনারা সফল হতে পারবেন না |
অর্থাৎ, মোবাইল সার্ভিসিং এর কাজ করতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে | যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন |
আমাদের কাছে আপনি মোবাইল সার্ভিসিং এর A to Z কাজ অর্থাৎ, হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার এর কাজগুলো আমাদের কাছে শিখতে পারবেন | এবং
সকল প্রকার আই সি (IC)লেভেলের কাজ যেমন: EMMC IC, CPU IC, Power ic, Network ic, Charging ic, Lighting ic, Wifi ic, Audio ic সহ অন্যান্য
আইসির কাজগুলোও আমাদের কাছে অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন |
আমাদের এখানে রয়েছে প্র্যাক্টিক্যাললি কাজ শেখার সুযোগ |
music . Surf by MusicbyAden | / musicbyaden
Music promoted by https://www.chosic.com/free-music/all/
Creative Commons CC BY-SA 3.0
https://creativecommons.org/licenses/...
আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন-
WhatsApp/ imo- +8801629569400
My Facebook page Link:
https://www.facebook.com/Gsm.Jahiruli...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: